ad
ad

Breaking News

দেহ উদ্ধার

সাতসকালে দুর্গাপূজো প্যান্ডেলের পাশ থেকে মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

The Truth of Bengal: সাতসকালে দুর্গাপূজো প্যান্ডেলের পাশ থেকে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচন্দ্রপুর এলাকায়। জানা যায়, ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর আশুতোষ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হয়েছিল দুর্গাপুজো। সেই দুর্গাপুজো প্যান্ডেলের পেছন থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাদেহ। স্থানীয়রা সকালে মাঠে […]

The Truth of Bengal: সাতসকালে দুর্গাপূজো প্যান্ডেলের পাশ থেকে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচন্দ্রপুর এলাকায়। জানা যায়, ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর আশুতোষ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হয়েছিল দুর্গাপুজো।

সেই দুর্গাপুজো প্যান্ডেলের পেছন থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাদেহ। স্থানীয়রা সকালে মাঠে এসে প্রথমেই পচা গন্ধ পায়, তারপরেই দুর্গাপূজা প্যান্ডেলের পেছনে গাছে দেখতে পাই এক ব্যক্তির পচাগলা দেহ ঝুলছে গাছে। গাছের নিচে পড়ে রয়েছে একটি বাইকের হেলমেট, জুতো ও পাশেই রাস্তায় রয়েছে একটি বাইক। স্থানীয়দের অনুমান, ওই ব্যাক্তি এলাকায় কোনো আত্মীয়ের বাড়ি এসেছিল। পরে পরিচয় জানা যায় বাইকের নাম্বার দেখে।

মৃত ব্যক্তি চন্দ্রকোনা থানার বাসিন্দা। নাম প্রশান্ত ঘোড়ই, বয়স আনুমানিক ৩২ বছর বলে জানা যায়।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে এটি খুন নাকি অন্য কোন রহস্য রয়েছে, তার সব দিক খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।

Free Access