Bangla Jago Desk: ভোট মিটতেই মথুরাপুরে তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কাকদ্বীপে তৃণমূল সমর্থকদের প্রাণ*নাশ ও ধর্ষণের হুমকি চিঠি পাঠানোর মতো চাঞ্চল্যকর অভিযোগ গেরুয়া শক্তির বিরুদ্ধে। এই চিঠি দিয়ে ভয় দেখানোর চেষ্টার নিন্দায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে,বিজেপির নারী বিদ্বেষ আরও একবার স্পষ্ট হল।
মথুরাপুরে ফুটেছে ঘাসফুল। বাপি হালদার বিপুল ভোটে জয়ী হয়েছেন। হেরে গিয়ে গেরুয়া শিবির কোথাও হামলা করছে বা হুমকি দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।সেই ঘটনার সাক্ষী রয়েছেন কাকদ্বীপের বাসিন্দারা। এবার কাকদ্বীপের প্রতপাদিত্য পঞ্চায়েত এলাকায় হুমকি চিঠি দেওয়ার গুরুতর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,তৃণমূল সমর্থক পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে, যেখানে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের হুমকি ও ধর্ষ*ণের কথা লেখা রয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে পুলিশকে জানালে আবারো একইভাবে দু দুবার হুমকির চিঠি আসে বাড়িতে আর যা নিয়েই এখন আতঙ্কে রয়েছে ওই পরিবার। তবে ইতিমধ্যেই এই উড়ো চিঠিকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে এলাকায়। ঘটনায় গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই চিঠির পেছনে রয়েছে রাজনৈতিক কোনো কারণ নাকি সম্পূর্ণটাই পারিবারিক অন্য কোন বিষয় তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।
প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা, পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে যে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের হুমকি ও ধর্ষ*ণের কথা লেখা রয়েছে। এই চিঠির পেছনে রয়েছে রাজনৈতিক কোনো কারণ নাকি সম্পূর্ণটাই পারিবারিক অন্য কোন বিষয় তা নিয়েই প্রশাসন তদন্ত করুক চাইছেন তৃণমূল নেতৃবৃন্দ।এর আগেও বিজেপি বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উঠেছিল। ভোটের পর এই রাজনৈতিক আবহে গেরুয়া শক্তি পিছন থেকে ভয় দেখানোয় তৃণমূলও দোষীদের শাস্তির দাবিতে চাপ বাড়াচ্ছে।