ad
ad

Breaking News

সুন্দরবন

কোর-বাফার নিয়ে বিতর্ক নয়! বাঘের হামলায় প্রাণ হারালে ক্ষতিপূরণ

Bangla Jago Desk: সুন্দরবনে বাঘের মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রতিবছর বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটে। মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটলেও অনেকে ক্ষতিপূরণ পান না বলে অভিযোগ। ‘বিধবা গ্রাম’। জঙ্গলেঘেরা সুন্দরবনে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন ১১টি গ্রাম। আবার অনেক গ্রামেই রয়েছে বিধবা পাড়া।  হিঙ্গলগঞ্জ, গোসাবা, কুলতলি, পাথরপ্রতিমা, বাসন্তী, ঝড়খালি, সন্দেশখালি ব্লকের বহু গ্রামেই […]

Bangla Jago Desk: সুন্দরবনে বাঘের মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রতিবছর বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটে। মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটলেও অনেকে ক্ষতিপূরণ পান না বলে অভিযোগ। ‘বিধবা গ্রাম’। জঙ্গলেঘেরা সুন্দরবনে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন ১১টি গ্রাম। আবার অনেক গ্রামেই রয়েছে বিধবা পাড়া।  হিঙ্গলগঞ্জ, গোসাবা, কুলতলি, পাথরপ্রতিমা, বাসন্তী, ঝড়খালি, সন্দেশখালি ব্লকের বহু গ্রামেই আছে বিধবা পাড়া। স্বামীহারা মহিলাদের বাস সেইসব গ্রামে। সুন্দরবনে প্রকৃতির সঙ্গে নিয়ত সংগ্রামে বেঁচে আছে কিছু মানুষ। জীবন-জীবিকার তাগিদে তাদের ছুটে যেতে হয় গহীন জঙ্গলে। আর সেখানেই মুখোমুখি হতে হয় মৃত্যুর। জলে কুমির আর ডাঙায় বাঘ।

এই দুই বিভীষিকা নিয়ে চলে রুটিরুজির লড়াই। পরিসংখ্যান বলছে, বছরে গড়ে প্রায় ১০০ পুরুষের মৃত্যু হয় বাঘের থাবায়। স্বামীর মৃত্যুর পর দিশেহারা হয়ে যায় মহিলাদের জীবন। প্রশাসনের থেকে অনেকেই ক্ষতিপূরণ পান। আবার অনেকে নানা নথির জটিলতায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত থেকে যান। এবার আর কোর ও বাফার এরিয়া ভাগাভাগি নয়। সুন্দরবনে যে কোনও অঞ্চলে বাঘের হানায় মৃত্যু হলে দিতে হবে ক্ষতিপূরণ। সেক্ষেত্রে বাঘের হামলায় মৃত ব্যক্তি গভীর জঙ্গলে ঢুকেছিলেন নাকি বাঘ লোকালয়ে চলে এসেছিল, তা দেখা হবে না। অর্থাৎ, সুন্দরবনের যে কোনও জায়গায় বাঘের হানায় মৃত্যু হলে ক্ষতিপূরণ পাবে পরিবার। এমনটাই নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট।

বাঘের আক্রমণে মৃত্যু হলে ক্ষতিপূরণের দাবিতে অনেকদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে একটি মানবাধিকার সংগঠন। বন দফতর সূত্রের খবর, সুন্দরবনের জঙ্গলে দু’টি ভাগ করা রয়েছে। একটি বাফার এরিয়া। সেখানে মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারেন। অন্যটি কোর এরিয়া। সেখানে মৎস্যজীবীদের যাওয়ার অনুমতি নেই। বেআইনি ভাবে কোর এরিয়ায় ঢুকে পড়ে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হয় না বলেই দাবি বন দফতরের। এবার আর সেই বাছবিচার রইল না।

Free Access