Bangla Jago Desk: ভারত বাংলাদেশ সীমান্তের খুদিগছে বিএসএফের গুলিতে মৃত্যু এক বাংলাদেশী গরু পাচারকারীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয় ওই পাচারকারীর। এরপর বিএসএফের জাওয়ানরা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ফাঁসিদেওয়া থানায় নিয়ে আসে। তবে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে বিএসএফের কাছে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। সূত্রের খবর, গভীর রাতে বর্ডার পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছিল এই ব্যক্তি। তখনই টহলরত বিএসএফ জওয়ানদের চোখে পড়ে। তারপরেই তাঁদের গুলিতে মৃত্যু হয় ওই ব্যক্তি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে আর কেউ ছিল কিনা, তা দেখার জন্য জোরকদমে চলছে তল্লাশি।
রাজ্যজুড়ে ক্রমশই বাড়ছে গরুপাচারের ঘটনা। উল্লেখ্য, এর আগেও গরু পাচার ঠেকাতে বিএসএফের গুলিতে কোচবিহারে মৃত্যু হয়েছে অনেকের। চলতি বছরের গত অগাস্ট মাসে বিএসএফের গুলিতে ফের কোচবিহারে মৃত্যু গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছিল মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের চোঙারখাতা আউটপোষ্টের কাছে।
Free Access