ad
ad

Breaking News

ইসরায়েলে আটকে পড়েছিলেন বনগাঁর সাত্যকি! নিরাপদে ফিরলেন দেশে

Bangla Jago Desk: ইসরায়েল ও প্যালেস্টাইনের রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত। যুদ্ধের তীব্রতা আরও বাড়ছে। এই মুহূর্তে ইসরায়েলে আছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। জেরুসালেম, তেল আভিভ-সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বসবাস করেন সেই ভারতীয়রা। কেউ তথ্যপ্রযুক্তি কর্মী। কেউ পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কেউ আবার পড়ুয়া। শনিবার ভোররাতে প্যালেস্তেনীয় বিদ্রোহী গোষ্ঠী হামাসের রকেট হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধের […]

Bangla Jago Desk: ইসরায়েল ও প্যালেস্টাইনের রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত। যুদ্ধের তীব্রতা আরও বাড়ছে। এই মুহূর্তে ইসরায়েলে আছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। জেরুসালেম, তেল আভিভ-সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বসবাস করেন সেই ভারতীয়রা। কেউ তথ্যপ্রযুক্তি কর্মী। কেউ পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কেউ আবার পড়ুয়া। শনিবার ভোররাতে প্যালেস্তেনীয় বিদ্রোহী গোষ্ঠী হামাসের রকেট হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে তাঁদের অনেকেই গৃহবন্দি হয়ে পড়েছেন। অনেকে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন।

বাকিদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। ইসরায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’। দেশে ফিরতে পেরেছেন বনগাঁর এক ছাত্র। ইসরাইলে আটকে পড়া বনগাঁর ছাত্র সাত্যকি কুণ্ডু ফিজিক্সের পোস্ট ডক্টরেট করতে গত ১১ মার্চ ইসরায়েলে পাড়ি দিয়েছিলেন। অবশেষে নিরাপদে দেশে ফিরতে পেরেছেন সাত্যকি। হাঁফ ছেড়ে বেঁচেছে পরিবার।

ছেলে ইসরায়েলে আটকে পড়ায় চিন্তায় রাতের ঘুম উড়েছিল পরিবারের। অবশেষে ছেলে ফিরে আসায় খুশি পরিবারের সবাই।সাত্যকির বাড়িতে আসেন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ। উপহার হিসেবে তুলে দেওয়ার হয় পদ্মার ইলিশ ও সন্দেশ।ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের জন্য ২৪ ঘণ্টা কাজ করছে সে দেশের ভারতীয় দূতাবাস। আটকে পড়া ভারতীয়দের জন্য ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এবার ‘অপারেশন অজয়’ শুরু করতে চলেছে ভারত।

Free Access