Bengla Jago Desk: লোকসভা ভোটের আগে আরও শক্তি বাড়ল তৃণমূলের। পদ্ম ছেড়ে ঘাসফুল ধরলেন গেরুয়া শিবিরের আরেক বিধায়ক। লোকসভা নির্বাচনের আগে ফের দল ভাঙল রাজ্য বিজেপির। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির আরও এক বিধায়ক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বৃহস্পতিবার তাঁর গলায় দলের উত্তরীয় পড়িয়ে তৃণমূলে বরণ করে নেন।
কোতুলপুরের বিজেপি বিধায়ক যে তৃণমূলে যোগ দিতে পারেন, পুজোর আগেই তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। যদিও হরকালী সেই জল্পনায় জল ঢেলে জানিয়ে দেন, তিনি বিজেপিতেই থাকবেন। তিনি অভিযোগ করেন, অনেকে মিথ্যা রটনা করছেন। কিন্তু জল্পনা সত্যি করে ঘাসফুল শিবিরেই যোগ দিলেন পদ্ম-বিধায়ক।‘ যদিও ‘পরিস্থিতির বাধ্যবাধকতা’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন সে বিষয় নিয়ে শমীক খোলসা করতে চাননি।
রাজ্যে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই একের পর এক বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। ট্রেলার।তৃণমূল থেকে বিধানসভা নির্বাচনের আগে যে বা যারা গেরুয়া শিবিরে ঢুকেছিলেন তাঁদের অনেকেই আবার ঘাসফুল শিবিরে ফিরে এসেছেন। একইসঙ্গে বিজেপি করা অনেকেই তৃণমূলের হাত ধরেছেন।
Free Access