ad
ad

Breaking News

Bankura

৬ দিন নিখোঁজ থাকার পর প্রৌঢ়ের পচা গলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

৬ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর পাড় সংলগ্ন একটি ঝোপ থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার

After missing for 6 days, Praudha's rotten throat body was recovered

সংগৃহীত

Bangla Jago Desk,কৈলাস বিশ্বাস,বাঁকুড়া: ৬ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর পাড় সংলগ্ন একটি ঝোপ থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার কোতুলপুরে ।সূত্রের খবর , মৃত ওই প্রৌঢ়ের নাম অনুপ বাগ। বাড়ি কোতুলপুর থানার বামুনাইরি গ্রামে।

[ আরও পড়ুন:

Sensex: BSE সেনসেক্স 77,000 পার, সর্বকালের সেরা উচ্চতায়]

ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারন তা খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে ৬ দিন আগে কোতুলপুর থানার বামুনাইরি গ্রামের বাসিন্দা অনুপ বাগের সঙ্গে তাঁর পরিবারের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান বছর ষাটেকের অনুপ বাগ। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। সন্ধান না পাওয়ায় প্রৌঢ়ের নামে একটি নিখোঁজ ডাইরি করে তার পরিবার ।

ওই ডাইরির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে । তদন্ত শুরু করার পর সোমবার  মদনমোহনপুর অঞ্চলের কাঁথাসিটে এলাকার একটি পুকুরের পাড় সংলগ্ন ঝোপে এক প্রৌঢ়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন। পরে কোতুলপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি, মৃতদেহের গলায় দড়ির ফাঁস লেগে রয়েছে। এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারন রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।