ad
ad

Breaking News

কিরীটেশ্বরী

বাংলার মুকুটে নয়া পালক ‘সেরা পর্যটন গ্রাম’ মুর্শিদাবাদের কিরীটেশ্বরী

Bangla Jago Desk: বাংলার মুকুটের আরও একটি নতুন পালক সংযোজিত হল। ভারতের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হল মুর্শিদাবাদের একটি গ্রাম। নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রাম  দেশের ৭৯৫ টি গ্রামের মধ্যে প্রথম স্থান দখল করেছে  সেরা পর্যটন গ্রাম হিসাবে। দেশের ৩১ শে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৯৫ টি আবেদন জমা পড়েছিল। সকলকে পেছনে ফেলে […]

Bangla Jago Desk: বাংলার মুকুটের আরও একটি নতুন পালক সংযোজিত হল। ভারতের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হল মুর্শিদাবাদের একটি গ্রাম। নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রাম  দেশের ৭৯৫ টি গ্রামের মধ্যে প্রথম স্থান দখল করেছে  সেরা পর্যটন গ্রাম হিসাবে। দেশের ৩১ শে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৯৫ টি আবেদন জমা পড়েছিল। সকলকে পেছনে ফেলে দিয়েছে মুর্শিদাবাদের সম্প্রীতির এই গ্রাম।  এখানকার কিরীটেশ্বরী মন্দির  সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। জনশ্রুতি আছে, এই গ্রামেই সতীর মুকুট বা কিরীট পড়েছিল। সেই কারণে দেবীকে ‘মুকুটেশ্বরী’ও বলা হয়। দেবীর প্রাচীন মন্দির ভেঙে পড়ার পর উনবিংশ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করেন।

মন্দিরের জন্য জমি দান করেছিলেন স্থানীয় মুসলিমদের একাংশও। প্রতি পৌষ মাসে পুজো উপলক্ষ্যে মেলা বসে। বিদেশ সফর থেকেই এই আনন্দের খবর সামনে এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এই গর্বের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় x প্ল্যাটফর্মে জানিয়েছেন। তিনি লিখেছেন,আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫ টি আবেদনের মধ্যে থেকে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’য় নির্বাচিত হয়েছে এই গ্রাম।

আমি গ্রামের মানুষকে অভিনন্দন জানাই।কেন্দ্রের শাসক দলের নেতা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে। সেই সরকারের বিচারেই দেশের সেরা পর্যটন গ্রাম  হিসাবে নির্বাচিত হয়েছে  বাংলারই একটি গ্রাম।কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের পর্যটন দফতর থেকে বাংলার গ্রামের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। বাংলার গ্রামের এই অনন্য মুকুট জয়ের সুবাদে কিরীটেশ্বরী গ্রামের বাসিন্দাদের  অভিনন্দন জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী লিখেছেন ‘জয় বাংলা’। সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী ২৭ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কার  আনতে যাবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা।