ad
ad

Breaking News

ইডেন গার্ডেন্স

পাকিস্তানের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে অসহায় বাংলাদেশের আত্মসমর্পণ

Bangla Jago Desk: মঙ্গলবার ইডেন গার্ডেন্স কার্যত করল পাকিস্তান শিবির। অসহায় হয়ে তাঁদের কাছে আত্মসমর্পণ করলেন সাকিব-মহম্মদুল্লাহরা। চলতি বিশ্বকাপে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলই সেভাবে হতশ্রী পারফর্ম করেছে। কিন্তু গতকালের ম্যাচে যেন আগের মতো জ্বলে উঠলেন বাবর আজম এবং ফখর জামানরা। যেমন ব্যাটিংয়ে তাঁদের মারকাটারি শট, তেমনি ঝড়ের গতিতে বোলিং। কোনওকিছুতেই খামতি রাখেনি তাঁরা। অন্যদিকে, […]

Bangla Jago Desk: মঙ্গলবার ইডেন গার্ডেন্স কার্যত করল পাকিস্তান শিবির। অসহায় হয়ে তাঁদের কাছে আত্মসমর্পণ করলেন সাকিব-মহম্মদুল্লাহরা। চলতি বিশ্বকাপে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলই সেভাবে হতশ্রী পারফর্ম করেছে। কিন্তু গতকালের ম্যাচে যেন আগের মতো জ্বলে উঠলেন বাবর আজম এবং ফখর জামানরা। যেমন ব্যাটিংয়ে তাঁদের মারকাটারি শট, তেমনি ঝড়ের গতিতে বোলিং। কোনওকিছুতেই খামতি রাখেনি তাঁরা।

অন্যদিকে, বাংলাদেশের খেলা দেখে মনে হল যেন কোনও নবাগত টিম এদিন মাঠে খেলতে নেমেছে। পাকিস্তানের মতো টিমকে ২০৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল শাকিবের দল। সেই রান এদিন অতি সহজেই পাক ব্যাটাররা তো তুললই, সেই সঙ্গে অনেকটা শুধরে নিলেন নিজেদের নেট রান রেটও।

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর প্রথম বিপর্যয় ঘটে কিছুক্ষণের মধ্যেই। ব্যাট করতে নেমে শূন্য হাতে ফেরেন তানজিদ হাসান। মাত্র ৬ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটটি পড়ে মাত্র ২৩ রানে। মুস্তাফিকুর রহিমকে ফেরালেন হ্যারিস রউফ। এরপর লিটন দাস এবং মহম্মদুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়েন। জুটিতে তাঁরা যোগ করেন ৭৯ রান। ব্যক্তিগত ৪৫ রানে আউট হয়ে যান লিটন। এর পর মহম্মদুল্লাহর সঙ্গী হন অধিনায়ক শাকিব। কিন্তু ব্যক্তিগত ৫৬ রানে মহম্মদুল্লাহ আউট হতেই শুরু হয় ভাঙন। প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জবাবে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে শুরু করে পাকিস্তান। লক্ষ্য শুধু জয় নয়, নেট রান রেটও শুধরে নেওয়া প্রধান লক্ষ্য ছিল তাঁদের। আর তাই প্রথম থেকেই ফখর ও শফিকি দাপট দেখাতে শুরু করে। ওপেনিং পার্টনারশিপ মাত্র ২১ ওভারে ১২৮ রান তুলে ফেলে। ফখর জামান করেন ৮১ রান, আবদুল্লাহ শফিক করেন ৬৮ রান। দুই ওপেনার ফেরার পরও কমেনি রানের গতি।

অধিনায়ক বাবর অবশ্য এদিনও ব্যর্থ হন। তিনি ফিরলেন ৯ রান করে। মেহেদি হাসান মিরাজ ফেরালেন বাবরকে। তবে রিজওয়ান এবং ইফতিকার ৩২ ওভার ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যান।  এই হারের ফলে প্রথম দল হিসাবে বিশ্বকাপ থেকে সরকারিভাবে ছিটকে গেল বাংলাদেশ। ৭ ম্যাচে তাঁদের পয়েন্ট মাত্র ২। অন্যদিকে পাকিস্তান টুর্নামেন্টে পুনরুজ্জীবন পেল। এই বড় জয়ের ফলে সাত ম্যাচে তাঁদের সংগ্রহ ৬ পয়েন্ট। আপাতত পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তাঁরা।

Free Access