ad
ad

Breaking News

শুভমান গিল

গিল খেলার অবস্থাতেই নেই

Bengal Jago Desk: সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় ওপেনার ব্যাটার শুবমান গিল। সেই ব্যাটারকে বিশ্বকাপের শুরুতে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন চলতি বছরের হাজার রানের বেশি করা এই ব্যাটার। যদিও সূত্র মারফত জানা গিয়েছে , শুভমন খেলার মতো অবস্থায় নেই। […]

Bengal Jago Desk: সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় ওপেনার ব্যাটার শুবমান গিল। সেই ব্যাটারকে বিশ্বকাপের শুরুতে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন চলতি বছরের হাজার রানের বেশি করা এই ব্যাটার। যদিও সূত্র মারফত জানা গিয়েছে , শুভমন খেলার মতো অবস্থায় নেই। প্রথম দু’টি ম্যাচেই হয়তো পাওয়া যাবে না তাঁকে।

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো খেলতে পারবেনই না, সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁর খেলার সম্ভাবনা কম। রাহুল দ্রাবিড় এর আগে  বলেছিলেন যে, তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান শুভমনকে খেলানোর জন্য। রবিবার  বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে তারা। শুবমানকে যে পাওয়া যাবে না  নিঃসন্দেহে বড় ধাক্কা হবে দলের ক্ষেত্রে । এই তরুণ ওপেনার বিশ্বকাপের আগে দারুণ ফর্মে রয়েছে। তার উপর ভরসা রাখছে দল।

তবে শেষ পর্যন্ত এই ব্যাটার খেলতে না পারলে তার পরিবর্তে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিষানকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে খেলতে পারেন এই বাঁহাতি ওপেনার। তবে স্কোয়াডে আছেন লোকেশ রাহুলও। এক সময় অধিনায়ক রোহিতের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতেন তিনি। প্রথম ম্যাচে তাকে আবারও ওপেনিংয়ে আনতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশানকে দেখার সম্ভাবনাই  বেশি।

Free Access