Bangla Jago Desk: ভারত বিশ্বকাপে প্রথম নামে রবিবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ ছিল। কার্যত উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। প্রথম দুটো ম্যাচে অনিশ্চিত গিল। তবে এবার দলে ফেরার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। তিনি তে ডেঙ্গুতে আক্রান্ত। পরবর্তী ম্যাচে পাওয়া যেতে পারে গিল কে। তরুণ এই ওপেনার ভালো ফর্মে আছেন। তার ওপর ভরসা রেখেছিল দল। এমন অবস্থায় শুভমান খেলতে না পারায় বড় ধাক্কা ভারতের জন্য। এ বছরে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান গিলের ব্যাট থেকে এসেছে। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজেও গিল রান করেছেন। দুর্দান্ত ফর্ম বলতে যা বোঝায়, তার সবটুকু নিয়ে আছেন তিনি। এখন শুভমনের শারীরিক অবস্থা অনেটাই স্থিতিশীল। মঙ্গলবার চেন্নাইয়ের কাবেরি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আমেদাবাদের উদ্দেশে রওনা দিতে চলেছেন তিনি। আগামী ১৪ তারিখ তাকে পাওয়া যেতে পারে বলেই খবর ।
বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বর্তনানে জ্বর কমে গিয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের।ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি। তবে শুভমান যেহেতু একজন তরুণ খেলোয়াড়, তাই বাকি পাঁচজনের চেয়ে দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মাঠে নামার মতো অবস্থায় আসতে গিলের আরও কিছু দিন সময় লাগবে। কারণ তাঁকে খেলতে হবে একদিনের ম্যাচ। আট ঘণ্টা ধরে ম্যাচ চলবে। রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ফিল্ডিংও করতে হবে। আগেই জানা গিয়েছিল তিনি প্রথম দুটো ম্যাচে নাও থাকতে পারেন । তাইই হলো ।
প্রথম ম্যআচএ ছিলেননা । দ্বিতীয় ম্যআচএও নেই ।আগামী শনিবার, আমেদাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ওই ম্যাচে গিল কে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা জাগছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। যদিও এ বিষয়ে এখনও বক্তব্য মেলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। তবে তার ফেরা নিয়ে টিম ইন্ডিয়ার সূত্র জানিয়েছেন, ‘গিল ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।দলের সঙ্গেই থাকবেন, বাড়ি ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।এক দিনের ক্রিকেটে চার বছর আগে অভিষেক হয় শুভমানের। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। ছয়টি শতরান রয়েছে তার ৫০ ওভারের ক্রিকেটে। ১৯১৭ রান করেছেন।
Free Access