Bangla Jago Desk: বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ভারতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ান এবং আয়েশা মুখোপাধ্যায়ের। দিল্লির বিশেষ পরিবার আদালত শিখর-আয়েশার বিচ্ছেদে শিলমোহর দিয়েছে। একইসঙ্গে আয়েশা যে শিখরের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেছে তাও প্রমাণিত হল এদিন। গত বুধবার এই মামলার রায় দেয় দিল্লির বিশেষ পরিবার আদালত।
২০১২ সালে শিখরের সঙ্গে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার বিয়ে হয়। আয়েশার অবশ্য এটা দ্বিতীয় বিয়ে ছিল। তবে বিয়ের পর শিখর তাঁর প্রথমপক্ষের দুই কন্যাসন্তানকে দত্তক নেয়। পরবর্তীকালে শিখর-আয়েশার একটি পুত্রসন্তান হয়। ২০১৯ সাল অবধি সম্পর্ক ঠিকঠাক চললেও ২০২০ থেকে তিক্ততা বাড়তে শুরু করে। শিখরের অভিযোগ, আয়েশা নাকি তাঁর সঙ্গে খুব বাজে আচরণ করতেন এবং প্রায় এক বছর সন্তানকে তাঁর থেকে দূরে সরিয়ে রেখেছিলেন।
যদিও এই সমস্ত অভিযোগের কোনওরকম বিরোধীতা এবং মিখ্যা প্রমাণিত করতে পারেননি আয়েশা। এই মুহূর্তে সন্তানকে নিয়ে মেলবোর্নে রয়েছেন শিখরের প্রাক্তন স্ত্রী। তবে তাঁদের সন্তানের দায়িত্ব কাকে দেওয়া হবে, সেটা এখনও ঠিক করা হয়নি।
Free Access