ad
ad

Breaking News

শাহরুখ খান

বিরাটকে নিয়ে মজার পোস্ট শাহরুখের

Bengla Jago Desk: খেলা পাগল দেশ ভারত । খেলার প্রতি আলাদা আবেগ আছে শাহরুখ খানের ।  তিনি এবার শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিদেরকে ।ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ‘জামাই’ সম্বোধন করলেন বলিউড বাদশা শাহরুখ খান! আর শাহরুখের মুখে বিরাটের এমন সম্বোধন শুনে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা।  খেলার মাঠে বিরাট বরাবরই শাহরুখ খানের পছন্দের ক্রিকেটার। শাহরুখের এই পোস্ট […]

Bengla Jago Desk: খেলা পাগল দেশ ভারত । খেলার প্রতি আলাদা আবেগ আছে শাহরুখ খানের ।  তিনি এবার শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিদেরকে ।ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ‘জামাই’ সম্বোধন করলেন বলিউড বাদশা শাহরুখ খান! আর শাহরুখের মুখে বিরাটের এমন সম্বোধন শুনে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা।  খেলার মাঠে বিরাট বরাবরই শাহরুখ খানের পছন্দের ক্রিকেটার। শাহরুখের এই পোস্ট প্রায় ২০ লক্ষ মানুষ দেখেছেন। ‘লাইক’ পড়েছে ৫০ হাজারের কাছাকাছি।

সম্প্রতি নিজের এক্সে প্লআটফর্মে আস্ক-শাহরুখ নামে সেশনে নিয়মিত ভক্তদের সঙ্গে কথোপকথনে হাজির থাকছেন শাহরুখ খান। সেখানে ভক্তদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই শারুখ বিরাটকে ভালোবেসে জামাই সম্বোধন করে।সর্বশেষ সেশনে বিরাট কোহলির প্রশ্ন উঠতেই শাহরুখকে বিরাটের সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং উত্তরে শাহরুখ যা বলেন, তা শুনে সকলেই অবাক। পাবলিক ফোরামে শাহরুখ বলেন যে, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নাকি তার জামাইয়ের মতো!

এরপর বিষয়টি খোলাসা করে শাহরুখ বলেছেন, তিনি বিরাটকে খুবই পছন্দ করেন এবং তাকে নিজের জামাইয়ের মতো ভালবাসেন। তিনি তার সুস্থতার জন্য প্রার্থনাও করেন।৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।শাহরুখ সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। লিখেছেন, আমি কোহলিকে খুবই ভালবাসি। ও যেন আমার নিজের কেউ। ও যাতে ভাল থাকে সেই প্রার্থনা আমি সব সময় করি।ও অনেকটা আমার জামাইয়ের মতো।

Free Access