ad
ad

Breaking News

Sanja-samson

ফের ভারতীয় দল থেকে বাদ সঞ্জু! কী বললেন ইরফান?

Bangla Jago Desk: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে একে। সেই সিরিজ়‌ের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । জায়গা পাননি সঞ্জু ।  ওডিআই সিরিজের দল থেকে সঞ্জু স্যামসনের বাদ যাওয়া নিয়ে সঞ্জু নিজে যেমন হতাশ হয়েছেন । তেমন ই সেই তালিকাতে রয়েছে  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার […]

Bangla Jago Desk: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখা হচ্ছে একে। সেই সিরিজ়‌ের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । জায়গা পাননি সঞ্জু ।  ওডিআই সিরিজের দল থেকে সঞ্জু স্যামসনের বাদ যাওয়া নিয়ে সঞ্জু নিজে যেমন হতাশ হয়েছেন । তেমন ই সেই তালিকাতে রয়েছে  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রকাশের পরে নিজের হাতাশা চেপে রাখতে পারেননি ইরফান পাঠান, এবার এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। সঞ্জুকে নিয়ে নিজের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাঠান।

ভারীয় দলে সঞ্জু স্যামসনের জায়গা না হওয়ায় খুব হতাশ হয়েছেন ইরফান পাঠান।ইরফান পাঠান সরাসরি সোশ্যাল সাইটে  মন্তব্য করেছেন । তিনি যদি   সঞ্জু স্যামসনের জায়গায় থাকতেন  তাহলে খেলোয়াড় হিসাবে বেশ‌ হতাশ হতেন ।’ সঞ্জু স্যামসন, ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক হিসাবে তার বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। অপরদিকে সঞ্জু নিজেও হতাশ । যদিও তিনি সোশ্যাল‌ সাইটে  অবশেষে মুখ খুললেন স্যামসন। সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে নিজের অনুভূতি ব্য়ক্ত করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায়  নিজের একটি ছবি পোস্ট করে স্যামসন লিখেছেন  ‘পরিস্থিতি যা তা মেনে নিতে হবে।

তবে আমি থেমে না থেকে সবসময়ই সামনের দিকে এগিয়ে চলার পক্ষে।’ ২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল ।এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ জনের ভারতীয় দলে এই ২৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জায়গা করে নিতে পারেননি। তিনি স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা গিয়েছিলেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে কেএল রাহুল এবং ইশান কিষান উভয়েই খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজ এবং ওডিআই বিশ্বকাপের দলেও রাহুল এবং ইশান রয়েছেন। এই মুহূর্তে স্যামসনের জন্য দলে ফেরার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছে।