ad
ad

Breaking News

রোনাল্ডিনহো

কলকাতা আসার আগেই দুর্গা মূর্তি রোনাল্ডিনহোর হাতে !

Bengla Jago Desk: অক্টোবরে আনন্দটা দ্বিগুণ হচ্ছে কলকাতাবাসীর। দুর্গাপূজার সঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন রোনালদিনহোকে। আজ সোশ্যিল  মিডিয়ায়  এক পোস্ট দিয়ে ভারতে আসার বিষয়টি আগেই জানানো  হঢয়েছে । তবে এবার খেলা পাগল ছেলে শতরু মহালয়ার দিনেই রোনাল্ডিনহোর হাতে তুলে দিয়েছেন এক দুর্গা মূর্তি । যা ইতিমধ্যেই ভাইরাল ।প্রথমবারের মতো কলকাতায় আসবেন রোনালডিনহো। দুর্গাপূজার সাংস্কৃতিক […]

Bengla Jago Desk: অক্টোবরে আনন্দটা দ্বিগুণ হচ্ছে কলকাতাবাসীর। দুর্গাপূজার সঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন রোনালদিনহোকে। আজ সোশ্যিল  মিডিয়ায়  এক পোস্ট দিয়ে ভারতে আসার বিষয়টি আগেই জানানো  হঢয়েছে । তবে এবার খেলা পাগল ছেলে শতরু মহালয়ার দিনেই রোনাল্ডিনহোর হাতে তুলে দিয়েছেন এক দুর্গা মূর্তি । যা ইতিমধ্যেই ভাইরাল ।প্রথমবারের মতো কলকাতায় আসবেন রোনালডিনহো। দুর্গাপূজার সাংস্কৃতিক অংশ হিসেবে শ্রী ভূমি স্পোর্টিং, আহিরটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রীন পার্ক ও রিষড়ার পূজায় অংশ নেবেন রোনাল্ডিনহো ।কলকাতায় আসতে উন্মুখ আছেন বলে জানিয়েছেন রোনালদিনহো। ।’

ভাগ্য সহায় থাকলে বাংলাদেশের সমর্থকদেরও দেখার সুযোগ মিলতে পারে রোনালদিনহোকে। যেমন করে গত জুলাইয়ে ভারতে এসে বাংলাদেশে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কলকাতায় তিন দিন থাকার কথা রয়েছে ৪৩ বছর বয়সী তারকার।৪৩ বছর বয়সী রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় ওপরের দিকেই রাখা হয়। পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলেছেন তিনি। এই মিডফিল্ডার দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’র জিতেছেন।

এরই সঙ্গে বার্সেলোনার হয়ে খেলে তিনি জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ।সিটি অফ জয়’-এ তাঁকে নিয়ে যে পরিমাণ উচ্ছ্বাস, উন্মাদনা চোখে পড়েছিল, তা অভূতপূর্ব। বিশ্ব ফুটবল নিয়ে কলকাতার মানুষের উৎসাহ বরাবরই তুঙ্গে। তাই এই শহরেই বারবার পা রেখেছেন পেলে, মারাদোনা থেকে শুরু করে  লিওনেল মেসিরা। সূত্রের খবর, এবার পুজোর আগেই শহর কলকাতায় আসতে চলেছেন দু’বারের ব্যালন ডি’ওর এবং ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো গাউচো। তার হাতে দুর্গা মূর্তি যা মন কেড়েছে দর্শকদের ।

Free Access