ad
ad

Breaking News

সিন্ধু

ফিরে আসার লড়াই শুরু সিন্ধুর

Bangla Jago Desk: চোট আঘাতে কাহিল সিন্ধু । চলতি বছর মাত্র একটা টুর্নামেন্টেই ফাইনালে উঠতে পেরেছিলেন তিনি। তাতে হারতে হয়েছে। আর বাকি টুর্নামেন্টে শুধু ব্যর্থতার খতিয়ান। ধারাবাহিক ব্যর্থতায় তিনিও যেন হাঁপিয়ে উঠেছেন । তবে ফিরে দাঁড়াবেন তিনি । লক্ষ্য ২০২৪ এর অলিম্পিক। এই অলিম্পিক্সে ভালো ফল করাই লক্ষ্য তাঁর। ভারতের হয়ে দুই বারের অলিম্পিক্স পদকজয়ী […]

Bangla Jago Desk: চোট আঘাতে কাহিল সিন্ধু । চলতি বছর মাত্র একটা টুর্নামেন্টেই ফাইনালে উঠতে পেরেছিলেন তিনি। তাতে হারতে হয়েছে। আর বাকি টুর্নামেন্টে শুধু ব্যর্থতার খতিয়ান। ধারাবাহিক ব্যর্থতায় তিনিও যেন হাঁপিয়ে উঠেছেন । তবে ফিরে দাঁড়াবেন তিনি । লক্ষ্য ২০২৪ এর অলিম্পিক। এই অলিম্পিক্সে ভালো ফল করাই লক্ষ্য তাঁর। ভারতের হয়ে দুই বারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার চলতি বছরে একেবারেই ভালো ফর্মে নেই। সাত সাতটি টু্র্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই হেরে ছিটকে গিয়েছেন তিনি।সম্প্রতি তিনি নিজেকে ফিরিয়ে আনার জন্য  নিয়োগ করেছেন নয়া কোচ। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন মালয়েশিয়ার মহম্মদ হাফিজ হাসিম নয়া কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সিন্ধুর।

এমন আবহে একেবারে শূন্য থেকে শুরুর কথা জানিয়েছেন সিন্ধু। খারাপ ফর্ম কাটিয়ে তাড়াতাড়ি ফর্মে ফেরারও অঙ্গীকার করেছেন তিনি।সাফল্য না পাওয়ার কারণেই মানসিক ভাবেও খানিকটা ঘেঁটে রয়েছেন সিন্ধু। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন ন,  পরের বার যখন ওর সঙ্গে দেখা হবে, সেরাটাই দেব।এমন নতুন নয়, সিন্ধু এর আগেও খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন। সেখান থেকে বেরিয়ে টোকিও অলিম্পিকে পদক জিতেছিলেন। এ বারও সেটাই করতে চাইছেন ভারতীয় শাটলার। সিন্ধু উল্লেখ করে  , তিনি বিরাট কোহলির কিছু কিছু সাক্ষাৎকার পড়েছেন । ওকে খুঁটিয়ে দেখেছেন ।

যখন আপনি দুঃখে থাকেন, কোনও কিছুই কাজে লাগে না, তখন কী ভাবে আরও শক্তিশালী হয়ে ফিরতে হয় সেটা ওকে দেখে শেখার আছে। বিরাটেরও শুরুতে এ রকম সমস্যা হয়েছিল। রান পাচ্ছিল না। কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। সে আপনি যত বড় ক্রীড়াবিদই হোন না কেন। সব ক্রীড়াবিদেরই এমন পরিস্থিতি আসে। আরো জানিয়েছেন , অনেক সময়ে যখন ম্যাচ শেষ হয়ে গেলে তিনি ইমোশনাল হয়ে পরেন । কান্নাকাটিও আমি করেন । হয়তো কোর্টে নামলে আমি আলাদা একটা মানুষ হয়ে যাই। তবে এটাও ঠিক উপলব্ধিগুলো বোঝা উচিত। সেই উপলব্ধিকে বাইরে বের করা উচিত।