Bangla jago Tv: বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। মহারণের আগে থাকছে ওপেনিং সেরিমনি। জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। নাচে গানে মাতবে ওডিআই এর আগের সন্ধ্যা। এবারের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আশা ভোঁসলে। যা বড় চমক দর্শকদের কাছে। না শুধু আশা ভোঁসলে নয় সঙ্গে থাকছেন শ্রেয়া ঘোষাল ,অরিজিৎ সিং, রণবীর সিং, তামান্না ভাটিয়ারা। ৪ অক্টোবর ঝাঁ চকচকে ওপেনিং সেরিমনির আয়োজন রাখছে বোর্ড।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেটের মহারণ। থাকছে এলাহি বন্দ্যোবস্তো। উল্লেখ্য দর্শকেরা চলতি বছরে এর আগে বড় করে আইপিএলের সেরিমনি দেখেছে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে দুই দক্ষিণী সুন্দরীদের লাস্যের জাদুতে মাতোয়ারা হয়েছিল দর্শক৷ পারফর্ম করেছিলেন তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্দানা৷গান গেয়ে সারা দেশকে নিজের সুরের জাদুতে মাতোয়ারা করে দেওয়া অরিজিৎ সিং ছিলেন ।
জমজমাট আইপিএল ম্যাচ উপভোগ করার আগে জমকালো অনুষ্ঠান উপভোগ করেছিলেন দর্শকেরা । আর এবার আইপিএলের থেকে তে বড় করে অনুষ্ঠান আয়োজন করা হবে তা সহজেই অনুমেয়। তবে এর ই মধ্যে যে ভাবনা রয়েছে ৫ অক্টোবর থেকে ম্যাচ শুরু হওয়ার পর ৮ অক্টোবর ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে। আশা – শ্রেয়া একত্রে করবেন পারফরম্যান্স। ৪ তারিখের উদ্বোধনী অনুষ্ঠান যে চেটেপুটে নেবেন দর্শকেরা তা বলায় বাহুল্য । অনুষ্ঠান উপলক্ষে লাইট শো, আতসবাজির প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
Free Access