ad
ad

Breaking News

নেইমার

ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন নেইমার

Bangla Jago Desk: পিএসজি ছেড়েছেন । গিয়েছেন আল হিলালে । আর এরই  মধ্যে খবর ছড়ায় নেইমার আল হিলালে‌ ভাল নেই।কোচের সাথে তুমুল‌ বিতন্ডায় জড়িয়েছেন। নেইমারকে ছাটাইও করা হতে পারে । তবে এবার নেইমার মুখ খুললেন । জানিয়েছেন ভুয়ো খবর ।  চলতি মরসুমেই দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু সৌদি ক্লাবটির হয়ে তিন […]

Bangla Jago Desk: পিএসজি ছেড়েছেন । গিয়েছেন আল হিলালে । আর এরই  মধ্যে খবর ছড়ায় নেইমার আল হিলালে‌ ভাল নেই।কোচের সাথে তুমুল‌ বিতন্ডায় জড়িয়েছেন। নেইমারকে ছাটাইও করা হতে পারে । তবে এবার নেইমার মুখ খুললেন । জানিয়েছেন ভুয়ো খবর ।  চলতি মরসুমেই দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু সৌদি ক্লাবটির হয়ে তিন ম্যাচ খেলে এখনো গোলের দেখা পাননি তিনি। যদিও দুটি ম্যাচে অ্যাসিস্ট করেছেন। এর মধ্যেই বিতর্কে জড়িয়েছেন এই তারকা ফুটবলার। গুঞ্জন আছে নেইমারের পারফরমেন্সে খুশী নন কোচ, তাতেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দু’জন।নেইমার জানিয়েছেন ,একদম বাজে কথা।

আপনাদেরকে এগুলো বিশ্বাস করা বন্ধ করতে হবে। এই জাতীয় পেজগুলোর লাখ লাখ ফলোয়ারের সাথে আপনি ভুয়ো খবর পোস্ট করতে পারেন না! বিশ্বের সবাইকে সম্মানের সঙ্গে আমি আপনাদের এসব বন্ধ করতে বলছি। এভাবে মিথ্যা ছড়ানো অনেক অসম্মানজনক। এর আগে, পিএসজিতে ভালো ছিলেন না নেইমার। সেখানেও একাধিকবার ক্লাবের সাথে   তার বিরোধে জড়ানোর খবর সামনে এসেছিল। যে কারণে শেষ পর্যন্ত ক্লাবটি ছাড়তে হন তিনি ।  কিন্তু নতুন ঠিকানায় এসেও স্বস্তিতে বিশ্বের সবর্কালের দামি এ খেলোয়াড়।  গুঞ্জন ছড়িয়েছিল, নেইমারের সঙ্গে তাঁর ক্লাবের কোচের বিরোধের সূত্রপাত এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে ম্যাচ থেকে। সেদিন নেইমারের পারফরম্যান্সে খুশি হতে পারেননি কোচ জেসুস।

এ নিয়ে নাকি দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন গুরু–শিষ্য। নেইমারের কোচ ছাঁটাইয়ের দাবির খবর  সামনে এনেছিল সংবাদমাধ্যম।  তারাই জানিয়েছিল , নেইমার পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে তাঁর সমালোচনা করায় দুজনের সম্পর্কে ফাটল ধরেছে।আল হিলালে যোগ দেওয়ার পর নেইমার বলেছিলেন, ‘আমি খেলার নতুন একটি ইতিহাস লিখতে চাই। সৌদি প্রো লিগে এখন অসাধারণ প্রাণশক্তিসম্পন্ন এবং মানসম্মত খেলোয়াড় আছে। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। আল হিলালের হয়ে সৌদি আরবেও আমি এটা করে যেতে চাই। এখন সকর সমর্থকেরা ই চান নেইমারের পায়ের জাদুতে গোল । চান নেইমার এগিয়ে যাক ।