Bangla Jago Desk: এশিয়াডে দাপটে শুরু ভারতের। বাংলার মেহুলি ঘোষের হাত ধরে রুপোর পদক এল শ্যুটিংয়ে। প্রত্যাশা মতোই শুটিংয়ের প্রথম ইভেন্ট থেকেই পদক জয় শুরু ভারতীয়দের। যে জয়ে অবদান থাকল বাংলার তথা হুগলির বৈদ্যবাটির মেহুলি ঘোষের। মহিলাদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন ভারতীয়েরা। দলে বাংলার মেহুলি ছাড়াও ছিলেন রমিতা জিন্দল এবং ঐশী চৌক্সি। এই ইভেন্টে সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৮৯৬.৬।
দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় দলের পয়েন্ট ১৮৮৬। ব্রোঞ্জ পেয়েছে মঙ্গোলিয়া। তাদের পয়েন্ট ১৮৮০। দলগত ইভেন্টের পর ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন রমিতা। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে মেহুলির। তিনি শেষ করেছেন চতুর্থ স্থানে। এই পদক জয়ের পর মেহুলি সহ বাকি সদস্যদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেহুলির পদক জয়ের খবর আসতেই হুগলির বৈদ্যবাটি এখন আনন্দের জোয়ার।
খুশির হাওয়া তাঁর বাড়িতে।শনিবার আনুষ্ঠানিক ভাবে গেমসের সূচনা হয়েছে। আর রবিবার সাতসকালেই পদক জিতে খাতা খুলেছে ভারত। মেহুলিদের পর তিনটি পদক এসেছে রোয়িংয়ে। প্রথমদিন চারটি পদক জয়ের পাশাপাশি ক্রিকেটেও একটি পদক নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। ২৭ সেপ্টেম্বর ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় ক্রিকেট দল।