ad
ad

Breaking News

লাল হলুদের কোচ

মহালয়ার সকালে বাঙালি সাজে মহালয়া শুনলেন কোচ কুয়াদ্রত

Bangla Jago Desk:  মহালয়া অথচ খেলাতে তার প্রবেশ করবে না তাই হয় নাকি ! লাল হলুদ কোচ মহালয়ার দিন সকালে মহালয়া শুনছেন । পরনে ধুতি ।  ভিডিওতে দেখা যাচ্ছে একটা জমিদার বাড়ির উঠোনে বাঙালির চিরাচরিত সাজ ধুতি ও পাঞ্জাবি পরে খবরের কাগজ হাতে চায়ের কাপে চুমুক কোচ কার্লোস কুয়াদ্রাতের। তাঁকে দেখে বোঝাও যাবে না তিনি […]

Bangla Jago Desk:  মহালয়া অথচ খেলাতে তার প্রবেশ করবে না তাই হয় নাকি ! লাল হলুদ কোচ মহালয়ার দিন সকালে মহালয়া শুনছেন । পরনে ধুতি ।  ভিডিওতে দেখা যাচ্ছে একটা জমিদার বাড়ির উঠোনে বাঙালির চিরাচরিত সাজ ধুতি ও পাঞ্জাবি পরে খবরের কাগজ হাতে চায়ের কাপে চুমুক কোচ কার্লোস কুয়াদ্রাতের। তাঁকে দেখে বোঝাও যাবে না তিনি স্প্যানিশ। সঙ্গে পেপার পড়ছেন । রেডিওতে শুনছেন মহালয়া । সকালে বাঙালি অভিজাত বাড়িতে হালকা করে রেডিও চালিয়ে চা খাওয়ার রেওয়াজ রয়েছে। এই শুটিং হয়েছে লাল হলুদের প্রাক্তন প্রেসিডেন্ট বনমালী রায়ের উত্তর কলকাতার জমিদার বাড়িতে।

সেইসময় রেডিওতে চলছে, আশ্বিনের শারদ প্রাতে ‘..এর আগে ও তাকে ধুতি পাঞ্জাবি তে দেখা গিয়েছে । এরপর সেই ভিডিওতে দেখা গিয়েছে, ধুতি ও লাল হলুদের নতুন জার্সি পরে কার্লোস কুয়াদ্রাত বল নিয়ে জাগলিং করছেন। লাল হলুদের অ্যাওয়ে জার্সিতে সাদা ভাব রয়েছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সঙ্গে রয়েছে লাল ও হলুদ রংয়ের স্ট্রাইপ। বুকে ও পিঠে স্পনসরের লোগো। বাম হাতে জ্বলজ্বল করছে আইএসএলের লোগো। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘পুরো একমাস দূরে, আর পুজো মানেই নতুন জামা।

’ভিডিওতে দেখা গিয়েছে পড়শি এক ভদ্রলোক সেই বাঙালি বাবুর জন্য বাজার থেকে ইলিশ মাছ এনেছেন। মুখে হাসি খেলে গিয়েছে লাল হলুদের কোচের মুখে। ইলিশ ভাঁপার সঙ্গে দুপুর ধোঁয়া ওঠা সাদা ভাত। বাঙালির কাছে আর কী চাই। ইলিশের সঙ্গে তো লাল হলুদের অবিচ্ছেদ্য সম্পর্ক। পাশ থেকে আবার একজন কুয়াদ্রাতের কাছে এসে বললেন, ভাই তোর জন্য আমি এটা এনেছি।  দুপুরে জমিয়ে ইলিশ ভাঁপা খাওয়া হবে। লাল হলুদের কোচ অভিনব ভাবে উপস্থিত হয়েছেন মহালয়ার দিন যা একেবারেই নজর কেড়েছে দর্শকদের ।

Free access