Bangla Jago Desk: শনিবার সকালেই হানঝাউতে সোনালী সূর্যোদয় হল ভারতের। সেই সঙ্গে শুটিং রেঞ্জে একের পর এক পদক জয় করলেন ভারতীয় আর্চাররা। দিনের শুরুতে প্রথম স্বর্ণপ্রাপ্তি হয় তিরন্দাজ জ্যোতি সুরেখার। তারপরেই ওজেশ প্রবীণ দেওতলে জয় করেন সোনা। এই ইভেন্টে অবশ্য রুপো জেতেন অভিষেক ভার্মা। তবে এদিন ভারতের প্রথম প্রাপ্তি হয় ব্রোঞ্জ পদক। সৌজন্যে ১৭ বছরের তিরন্দাজ অদিতি গোপীচাঁদ।
শনিবার সকালে আর্চারি কমপাউন্ডের ব্যক্তিগত মেয়েদের বিভাগে ইন্দোনেশিয়ার তিরন্দাজ রতিহকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন ভারতের অদিতি। তিনি স্কোর করেন ১৪৬ এবং ইন্দোনেশিয়ার তিরন্দাজ ১৪০। এর আগে এশিয়ান গেমসের গ্রুপ ইভেন্টে জ্যোতি সুরোখা, পারনীত কৌর এবং আদিতি গোপীচাঁদ সোনা জয় করেছিলেন।
অদিতির পরে মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সাউথ কোরিয়ার তিরন্দাজকে হারায় জ্যোতি সুরেখা। ১৪৯-১৪৫ ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন তিনি। তার কিছুক্ষণ পরেই পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয়। সেখানে ওজেশ প্রবীণ দেওতলে হারিয়েছেন অভিষেক ভার্মাকে। স্কোরলাইন ১৪৯-১৪৭। ফলে, সোনা জিতেছেন ওজেশ আর রুপো পেয়েছেন অভিষেক।
Free Access