ad
ad

Breaking News

যশপ্রীত বুমরাহ

বুমরাহর কেরিয়ার নিয়ে সমালোচনা শুনতে হয়েছে সঞ্জনাকে! আক্ষেপের সুর ভারতীয় পেসারের কন্ঠে

Bangla Jago Desk: চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন যশপ্রীত বুমরাহ। তিনি পথ দেখাচ্ছেন বাকি বোলারদের। গত ইংল্যান্ড ম্যাচেও বিপক্ষ দলের দুই ব্যাটারকে ফিরিয়ে চাপ দিয়েছিলেন। বাকি কাজটি সেরেছেন মহম্মদ শামি, কুলদীপ যাদবরা। ধারাভাষ্যকাররা বারবার বলেছেন, আসল কাজ সেরে দিয়েছিলেন বুমরাহই। তবে এবার মুখ খুললেন স্বয়ং তিনি। তাঁকে বহু তীর্যক মন্তব্য শুনতে হয়েছে। তাঁর দাবি, তিনি যখন […]

Bangla Jago Desk: চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন যশপ্রীত বুমরাহ। তিনি পথ দেখাচ্ছেন বাকি বোলারদের। গত ইংল্যান্ড ম্যাচেও বিপক্ষ দলের দুই ব্যাটারকে ফিরিয়ে চাপ দিয়েছিলেন। বাকি কাজটি সেরেছেন মহম্মদ শামি, কুলদীপ যাদবরা। ধারাভাষ্যকাররা বারবার বলেছেন, আসল কাজ সেরে দিয়েছিলেন বুমরাহই। তবে এবার মুখ খুললেন স্বয়ং তিনি। তাঁকে বহু তীর্যক মন্তব্য শুনতে হয়েছে। তাঁর দাবি, তিনি যখন রিহ্যাব করছিলেন, সেইসময় সমালোচনায় ক্ষতবিক্ষত হতে হয়েছে।

এক সাক্ষাৎকারে তিনি সেই সংঘর্ষের দিনগুলির কথা তুলে ধরেছেন। এখন বুমরাহর দখলে রয়েছে ছয় ম্যাচে ১৪টি উইকেট। জাহির খান বিশ্বকাপের শুরুতেই বলেছিলেন, বুমরাহই হবেন বিশ্বকাপের সেরা বোলার। সেই বুমরাহের নামে একটা সময় বলা হয়েছিল, তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে চোটের কারণে। বুমরাহ বলেন, তাঁর  স্ত্রী(সঞ্জনা গনেশন) স্পোর্টস সেগমেন্টে ডিপার্টমেন্টে চাকরি করে। ওঁর থেকেই তিনি শুনেছেন  যে তিনি  আর কোনও দিনও কামব্যাক করতে পারবেন না। তবে আমি কিছুই পরোয়া করিনি। অনুশীলন চালিয়ে গিয়েছিলাম।

রবিবারের ইংল্যান্ড ম্যাচ নিয়ে বুমরাহ বলেছেন, “আমরা অনেক সময় উইকেট না পেলে খুব চাপে পড়ে যাই। কিন্তু রবিবার ম্যাচে আমরা দলের বোলাররা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম। হার্ড লেনথে বল করে গিয়েছি টানা। সিমে বল সুইং করিয়েছি। তাতে উইকেটও এসেছে। অথচ চোটের জন্য বুমরাহ যখন মাঠে নামতে পারেননি, তখন নিন্দুকদের সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। অনেকেই তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। বুমরাহ কিন্তু সেই সময়ে অন্য দিকে কর্ণপাত না করে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। এনসিএ-তে ঘাম ঝরিয়েছেন। নিজেকে তৈরি করেছেন পরবর্তী লড়াইয়ের জন্য।

Free Access