ad
ad

Breaking News

ইস্টবেঙ্গল

হায়দ্রাবাদকে উড়িয়ে জয়ী ইস্টবেঙ্গল

Bengla Jago Desk: এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৮ মিনিটের মাথায় হিতেশের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। বক্সের ভিতর থেকে হিতেশেরের প্রথম পোস্টে নেওয়া চিপ শট ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়। হায়দরাবাদ ব্যর্থতার ধারা কাটছে ধীরে ধীরে । আইএসএলে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ম্যাচে কি […]

Bengla Jago Desk: এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৮ মিনিটের মাথায় হিতেশের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। বক্সের ভিতর থেকে হিতেশেরের প্রথম পোস্টে নেওয়া চিপ শট ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়। হায়দরাবাদ ব্যর্থতার ধারা কাটছে ধীরে ধীরে । আইএসএলে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ম্যাচে কি হয় কি হয় অবস্থা । ম্যাচের ৮ মিনিটের মাথায় হিতেশের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ।হায়দরাবাদ এফসি শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায়।  চলতি মরশুমের যেন অন্য লাল হলুদ। চেনা লাল হলুদ। আক্রমণাত্মক লাল হলুদ ।

জয়ের ধারা বজায় রাখা লাল হলুদ ।  এই ইস্টবেঙ্গলের সঙ্গে গত ৩ মরশুমের ইস্টবেঙ্গলকে গুলিয়ে ফেললে মুশকিল। আর তাই ৮ মিনিটে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল  ম্যাচ শেষ হ্ওয়ার আগেই গোল শোধ করেছে ।  ম্যাচের ১০ মিনিটের মাথায় সমতা ফেরে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে ১-১করেন ক্লেটন সিলভা।  । এরপর ম্যাচের ১৬ মিনিটের মাথায় ফ্রি-কিক আদায় করে নেন ক্লেটন সিলভা। কার্লেস কুয়াদ্রাতের খেলার ধরন  ইস্টবেঙ্গলের খেলার ধরনের মধ্যে দিনে দিনে আরও যে প্রখর হয়ে উঠছে, তা প্রথমার্ধে তাঁদের আক্রমণাত্মক খেলা দেখেই বোঝা যায়।  প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। এরমধ্যে ৩৬ মিনিটের মাথায় কর্ণার পায় ইস্টবেঙ্গল। শরীরকে শূন্যে ছুঁড়ে দিয়ে হেড করেন ক্লেইটন।

কিন্তু বল একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।দ্বিতীয়ার্ধের সিংহভাগ সময়েই গোলের দেখার জন্য মরিয়া হয়ে ওঠে  দুই দলই। কিন্তু বারংবার গোলের দরজা খুলতে ব্যর্থ হচ্ছিল দুই দলই। কেউই কাউকে ছাপিয়ে ম্যাচে নিজেদের দাপট দেখাতে পারছিল না। শেষ দিকে চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। বক্সের বাইরে ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। সংযুক্ত সময়ের ৩ মিনিটের মাথায়  ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। সরাসরি শট নেন ব্রাজিলীয় ক্লেইটন। মানব প্রাচীর ভেদ করে বল সুইং করে প্রথম পোস্টের দিকে। শরীর ছুঁইয়ে দিতেও বলের নাগাল পেতে ব্যর্থ হন হায়দরাবাদের পরিবর্ত গোলরক্ষক অনুজ। অবশেষে জয় পেয়ে উচ্ছ্বসিত কোচ থেকে সমর্থকেরা । সোশ্যাল মিডিয়ায় চলছে উদযাপন ।

Free Access