ad
ad

Breaking News

চব্বিশের আইপিএল নিলাম এবার বিদেশে

Bengla Jago Desk:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএল নিলাম এবার দেশে নয় , হবে বিদেশে ।  দুবাইতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা BCCI ডিসেম্বরের মধ্যেই তা আয়োজন করতে পারে। ওই সময়ে অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামো হ্ওয়আর সম্ভাবনা রয়েছে ।  জানা গিয়েছে , আইপিএল ২০২৪ এর নিলামের আসর বসবে […]

Bengla Jago Desk:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএল নিলাম এবার দেশে নয় , হবে বিদেশে ।  দুবাইতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা BCCI ডিসেম্বরের মধ্যেই তা আয়োজন করতে পারে। ওই সময়ে অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামো হ্ওয়আর সম্ভাবনা রয়েছে ।  জানা গিয়েছে , আইপিএল ২০২৪ এর নিলামের আসর বসবে দুবাইতে। ১৫-১৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইপিএল নিলাম।যদিও  গত বছর, বিসিসিআই ইস্তাম্বুলে আইপিএল ২০২৩ নিলাম করতে চেয়েছিল, কিন্তু সেবার কোচিতে অনুষ্ঠিত হয়েছিল এই নিলাম।

২০২৪ সালের আইপিএল নিলামই যে শুধু বিদেশে হবে তা নয়, পুরো আইপিএলই বিদেশে হতে পারে। কারণ, ২০২৪ সালে ভারতে   নির্বাচন রয়েছে।লোকসভা নির্বাচনকে ঘিরে এমন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে নিজেদের তৈরি রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা গিয়েছিল আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে।আইপিএল ২০২৪ নিলাম সম্পর্কে ফ্র্যাঞ্চাইজিগুলিতে কোনও আনুষ্ঠানিক তথ্য পাঠানো হয়নি।  এটা উল্লেখ্য যে, বিদেশে আয়োজন করা না গেলেও গত বছর কোচিতে সফলভাবে সংগঠিত হয়েছিল।

তাই শেষ পর্যন্ত দুবাইতে এটি আয়োজনের সম্ভাবনা বাদ দেওয়া যেতে পারে। যদিও সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে বলা হয়েছে যে এবার নিলাম গাল্ফ সিটিতে হতে পারে। তবে সেই জায়গা কনফার্ম ঠিক কবে হবে তা এখনও স্পষ্ট নয়।প্রতিবারই আইপিএলের নিলামের আগে উঠে আসে দেশের বাইরে নিলামের ভেনুর কথা। গতবারের আইপিএলের নিলামের আগেও শোনা গিয়েছিল, তা হবে ইস্তানবুলে। তবে এক্ষেত্রে পরববর্তীতে ভেন্যু পরিবর্তন হতেই পারে । যদিও এই মুহূর্তে ভারতের মাটিতে দশ দেশের বিশ্বকাপের  যুদ্ধ চলছে।

Free Access