ad
ad

Breaking News

এশিয়ান গেমস

এশিয়ান গেমসে পদক প্রাপ্তি ভারতের! সৌজন্যে বঙ্গকন্যা মেহুলি

Bangla Jago Desk: এশিয়ান গেমসের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেছে ভারত। রবিবাসরীয় সকালে ৫ টি ক্রীড়া-বিভাগে পদক এনেছেন ভারতীয় খেলোয়াড়রা। ১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন বাংলার মেহুলি ঘোষ সহ রমিতা ও আশি চৌকসে। যদিও এথনও সোনা জয় হয়নি। আর সেই আশাতেই রয়েছে ভারতীয় ক্রীড়াবিদরা। এদিন শুটিংয়ের প্রথম ইভেন্ট থেকেই পদক […]

Bangla Jago Desk: এশিয়ান গেমসের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেছে ভারত। রবিবাসরীয় সকালে ৫ টি ক্রীড়া-বিভাগে পদক এনেছেন ভারতীয় খেলোয়াড়রা। ১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন বাংলার মেহুলি ঘোষ সহ রমিতা ও আশি চৌকসে। যদিও এথনও সোনা জয় হয়নি। আর সেই আশাতেই রয়েছে ভারতীয় ক্রীড়াবিদরা।

এদিন শুটিংয়ের প্রথম ইভেন্ট থেকেই পদক জয় করলেন ভারতীয়েরা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ১৮৮৬ স্কোর করে রুপো পেয়েছে তাঁরা। আয়োজক দেশ চিনের মেয়েরা ১৮৯৬.৬ স্কোর করে সোনা জিতেছে। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই দুরন্ত ছন্দে ছিলেন মেহুলি-রমিতা-আশিরা। ব্রোঞ্জ পেয়েছে মঙ্গোলিয়া। তাঁদের পয়েন্ট ১৮৮০। দলগত ইভেন্টে অবশ্য মেহুলি সেভাবে দাগ কাটতে পারেননি। শেষ করেছেন চতুর্থ স্থানে। পদক জয়ের জন্য মেহুলি-সহ ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে পুরুষ খেলোয়াড়দের মধ্যে দেশকে প্রথম পদক দেন রোয়ারেরা। লাইট ওয়েট ডাবলস স্কালসে রুপো জিতলেন অর্জুন জাঠ লাল এবং অরবিন্দ সিংহ জুটি। পরে রোয়িং থেকে এল একটি ব্রোঞ্জও। পুরুষদের পেয়ার ইভেন্টে রোয়িংয়ের দ্বিতীয় পদক জিতলেন বাবু লাল যাদব এবং লেখা রাম। রোয়িংয়ের পুরুষদের আট জনের দলীয় ইভেন্টেও রুপো জিতেছে ভারত।