ad
ad

Breaking News

এশিয়ান গেমস

অবশেষে সোনা এল ঘরে! এশিয়াডে শুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারত

Bangla Jago Tv: এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে সোনা জয় ভারতের। চিন, দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে সোনা জয় করল ভারত। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্টে ভারতের দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার সোনা দখল করলেন। হানঝাউতে সোনা প্রাপ্তির পাশাপাশি বিশ্বরেকর্ড গড়লেন দিব্যাংশ-রুদ্রাংশ-ঐশ্বর্যরা। ১০ মিটার পুরুষদের রাইফেল(দলগত)-এ ভারতের পয়েন্ট ১৮৯৩.৭ পয়েন্ট। ভারতীয় […]

Asian Games 2023: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

Bangla Jago Tv: এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে সোনা জয় ভারতের। চিন, দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে সোনা জয় করল ভারত। শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্টে ভারতের দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার সোনা দখল করলেন। হানঝাউতে সোনা প্রাপ্তির পাশাপাশি বিশ্বরেকর্ড গড়লেন দিব্যাংশ-রুদ্রাংশ-ঐশ্বর্যরা।

১০ মিটার পুরুষদের রাইফেল(দলগত)-এ ভারতের পয়েন্ট ১৮৯৩.৭ পয়েন্ট। ভারতীয় ত্রয়ীর মোট স্কোর ১৮৯৩.৭। কোরিয়া প্রজাতন্ত্র ১৮৯০.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ও ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় হল চিন। গত মাসেই বাকুতে বিশ্ব মিটে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের দলগত বিভাগে বিশ্বরেকর্ড করেছিল চিন। একমাস পর এশিয়ান গেমসে সেই টিমকে হারিয়েই বিশ্বরেকর্ড ও সোনা দুই পকেটে পুরলেন দিব্যাংশ-রুদ্রাংশ-ঐশ্বর্যরা।

এতেই শেষ নয়, ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও উঠে পড়েছেন রুদ্রাংশ এবং ঐশ্বর্য। ব্যক্তিগত ইভেন্ট থেকেও সোনা জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। আর তা যদি হয়, তা হলে দ্বিতীয় দিন ভারতের ঝুলিতে থাকবে আরও পদক। দলগত ইভেন্টে রুদ্রাংশ ৬৩২.৫ পয়েন্ট তুলেছেন। ঐশ্বর্য ৬৩১.৬ এবং দিব্যাংশ ৬২৯.৬ তুলেছেন।