Bangla Jago Desk: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। শনিবারের হাইভোল্টেজ ম্যাচ দেখতে ভারত-পাকিস্তানের সমর্থকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ব্লকব্লাস্টার ম্যাচের আগেই থাকছে বিনোদনের পসার। এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই ভাঙা হয়ছে প্রথা। উদ্বোধনী অনুষ্ঠান সেই সময় না হয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজই হবে জমকালো অনুষ্ঠান।
চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের ম্যাচের বল গড়াবে বেলা দুটো থেকে। ম্যাচ শুরু আগেই রোহিত-বিরাটদের সামনে রয়েছে একাধিক মাইলস্টোন। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই সাত বারের মধ্যে প্রতিবারই ভারত জিতেছে। অষ্টমবারেও কি একই ধারা বজায় রাখবে তাঁরা নাকি অষ্টম বার ব্যতিক্রম কিছু ঘটবে।
Free Access