Bangla Jago Desk: বিশ্বকাপের আসরে শুরুটা দাপটের সঙ্গেই করেছে ভারতীয় শিবির। চমৎকার ফর্মে ছিলেন শুভমান গিল । চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হয়ে উঠবেন, এমনটাই মনে করেছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। কিন্তু যাবতীয় পরিকল্পনাতে জল ঢেলে দিয়েছে ডেঙ্গি। মাঠের বাইরে রয়েছেন তিনি। হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিলো। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে পাকিস্তান ম্যাচের আগে আহমেদাবাদে উড়ে গিয়েছেন তিনি। শুভমানের পর এবার ডেঙ্গিতে আক্রান্ত হর্ষ ভোগলেও।
ভারত বনাম আফগানিস্তান ম্যাচ শেষে ট্যুইটারে হর্ষ জানিয়েছিলেন রোহিত শর্মার ব্যাটিং বিস্ফোরণ দেখতে পান নি তিনি। তখন অনেকে কারণ জিজ্ঞাসা করেছিলেন তাঁকে। অবশেষে তা প্রকাশ করলেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার এবং বিশ্লেষক। সোশ্যাল মিডিয়ায় আক্ষেপের সঙ্গেই হর্ষ লিখেছেন,ভারত বনাম পাকিস্তান ম্যাচে থাকতে পারবেননা বলে বেশ হতাশ তিনি । কারণ উল্লেখ করে জানিয়েছেন ডেঙ্গি হয়েছে, শরীর বেশ দুর্বল-তাই সম্ভব হবে না তার পক্ষে মাঠে থাকা। আশা করছেষ ১৯ তারিখের ম্যাচের আগে সেরে উঠতে পারবেন …ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে হর্ষের অসুস্থতার কারণে বাড়তি দায়িত্ব নিয়েছিলেন সম্প্রচারকারী ও ধারাভাষ্য দলে তাঁর সহকর্মীরা। তাঁদেরও ট্যুইটবার্তার মাধ্যেম ধন্যবাদ জানিয়েছেন হর্ষ।
ক্রিকেট মাঠে হোক ক্রিকেট মাঠের বাইরে, হর্ষ ভোগলে সবসময় ক্রিকেট সমর্থকদের মনে জায়গা করে নেন। তিনি বরাবরই ধারাভাষ্যের ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করেন। নিজে ক্রিকেট না খেললেও ক্রিকেট বিশ্লেষণটাকে তিনি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ধারাভাষ্য হোক বা ম্যাচে বিশ্লেষকের ভূমিকায় থাকা, তাঁর নাম সবসময় আগে থাকে।
Free Access