ad
ad

Breaking News

হ্যারিস রউফ

‘আমরা ভারতের বিরুদ্ধে খেলতে যাচ্ছি, যুদ্ধ করতে নয়!’ পাক সাংবাদিককে তুলোধনা হ্যারিসের

Bangla Jago Desk: আগ্রাসন নয়, এখনকার পাকিস্তানের দল খেলা এবং দলগত পারফর্মেন্সের ওপরেই জোর দিতে চায়। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হার নিয়ে এক পাক সাংবাদিক তীর্যক মন্তব্য করেন। তাঁর প্রশ্ন ছিল, ভারতের বিরুদ্ধে পাক দলের শরীরী ভাষায় আগ্রাসন দেখা যাচ্ছে না। এই প্রশ্নের সপাটে জবাব দেন পাকিস্তানি পেসার হ্যারিস রউফ। রউফ স্পষ্ট জানিয়ে […]

Ind vs Pak: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

Bangla Jago Desk: আগ্রাসন নয়, এখনকার পাকিস্তানের দল খেলা এবং দলগত পারফর্মেন্সের ওপরেই জোর দিতে চায়। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হার নিয়ে এক পাক সাংবাদিক তীর্যক মন্তব্য করেন। তাঁর প্রশ্ন ছিল, ভারতের বিরুদ্ধে পাক দলের শরীরী ভাষায় আগ্রাসন দেখা যাচ্ছে না। এই প্রশ্নের সপাটে জবাব দেন পাকিস্তানি পেসার হ্যারিস রউফ।

রউফ স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা ভারতে খেলতে যাচ্ছেন, যুদ্ধ করতে যাচ্ছেন না। পাকিস্তানের পেসার আরও বলেন, ভারতীয়দের সঙ্গে আমি কেন লড়াই করতে যাব? এটা ক্রিকেট, যুদ্ধ নয়। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রউফ। কাঁধের চোট পেয়েছিলেন তিনি।

বিশ্বকাপের জন্য ভারতে রওনা দেওয়ার আগে পাকিস্তানের তারকা পেসার জোর দিয়ে বলছেন, তাঁর কাঁধের চোট আর নেই। তিনি পুরোদস্তুর ফিট। বিশ্বকাপ শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন মাত্র বাকি। খুব শীঘ্রই ভারতে আসবে পাকিস্তান টিম। বিশ্বকাপ নিয়ে রউফ বলছেন, ”বিশ্বকাপে আমার কোনও লক্ষ্য নেই। ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলগত পারফরম্যান্সের উপরে আমরা বেশি জোর দিচ্ছি।”