ad
ad

Breaking News

হার্দিক পাণ্ডিয়া

পরবর্তী ম্যাচেও অনিশ্চিত হার্দিক

Bengla Jago Desk:  হার্দিক পান্ডিয়া ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পান৷ বোলিং করার বল ফেরার সময় ফলোআপে আটকাতে গিয়ে মোক্ষম চোটই খেয়েছেন৷ প্রাথমিকভাবে চোটটা কতটা জোরালো তা বোঝা যায়নি৷  ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না সেটা বোঝা গিয়েছিল, এখন   ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি অনিশ্চিত।  বিশ্বকাপ ম্যাচে ঠিক কবে দেখা […]

Bengla Jago Desk:  হার্দিক পান্ডিয়া ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পান৷ বোলিং করার বল ফেরার সময় ফলোআপে আটকাতে গিয়ে মোক্ষম চোটই খেয়েছেন৷ প্রাথমিকভাবে চোটটা কতটা জোরালো তা বোঝা যায়নি৷  ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না সেটা বোঝা গিয়েছিল, এখন   ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি অনিশ্চিত।  বিশ্বকাপ ম্যাচে ঠিক কবে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে দর্শকদের মধ্যে । জানা গিয়েছে সেমিফাইনালে একেবারে নামবে তিনি । বৃহস্পতিবার ম্যাচের আগে হার্দিককে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত শর্মা।

বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত যে কটি ম্যাচ খেলেছে প্রায় ।  ম্যাচের সবকটিতেই জিতেছে।  আর দলটি সেমিফাইনালে ওঠার খুব কাছে পৌঁছে গিয়েছে। তা সত্ত্বেও চিন্তায় রয়েছে টিম ইন্ডিয়া। এই চিন্তার কারণ হল হার্দিক পান্ডিয়ার চোট। ভারতীয় অলরাউন্ডারের চোটের কারণে ভারতীয় দলের উদ্বেগ বেড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ইনজুরিতে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলে ছিলেন না তিনি। এবার তাঁর ইনজুরি নিয়ে বড় আপডেট সামনে এসেছে। আগামী দু সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে ।

২২ গজে দু সপ্তাহ ফিরতে পারবেননা হার্দিক। তিনি সেমিফাইনালের আগে আর ফিরবেননা বলেই জানা গিয়েছে ।  রোহিতের কথায়, হার্দিকের উন্নতি হচ্ছে ভালই। এটাকে ঠিক রিহ্যাব বলা চলে না। তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে হার্দিক যাচ্ছে,যে ভাবে উন্নতি করছে তাতে আমরা খুশি। কিন্তু এটা এমন ধরনের চোট যেখানে আমাদের প্রতি দিন নজর রাখতে হবে। হার্দিক কতটা সুস্থ, কত শতাংশ ফিট হয়েছে সেটা নজর করতে হবে। তবে এটা বলতে পারি, হার্দিকের উন্নতি যে ভাবে এগোচ্ছে তাতে খুব শিগগিরই আমরা ওকে মাঠে দেখতে পাব।

Free Access