ad
ad

Breaking News

Qatar

Qatar: কাতার পৌঁছালো ভারতীয় দল

ফিফা বিশ্বকাপ ২০২৬  দ্বিতীয় পর্যায়ের যোগ্যতা অর্জন রাউন্ডের শেষ ম্যাচ খেলতে কাতার পৌঁছালো ভারতীয় দল।

Indian team reached Qatar

সংগৃহীত

Bangla Jago Desk: ফিফা বিশ্বকাপ ২০২৬  দ্বিতীয় পর্যায়ের যোগ্যতা অর্জন রাউন্ডের শেষ ম্যাচ খেলতে কাতার পৌঁছালো ভারতীয় দল। ইতিমধ্যেই ১১ ই জুন কাতারের বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ, শনিবার ২৩ জনের দল ঘোষণা করেছে। শনিবার সন্ধ্যায় কলকাতা শহর ছেড়ে দোহার উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় দল। কাতারের শহর আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে গ্রুপ ‘A’ র শেষ ম্যাচে দুবারের এশিয়ান চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। কুয়েতের বিরুদ্ধে সুনীল ছেত্রী শেষ ম্যাচে গোলশূন্য ড্র করার পরেও ভারত পাঁচ পয়েন্ট নিয়ে -৩ গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

[ আরও পড়ুন: Supreme Court: সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ল আপের অফিস খালির সময় সীমা]

অপরদিকে আফগানিস্তান কাতারের সাথে গোলশূন্য ড্র করে এই গ্রুপের তিন নম্বর স্থানে রয়েছে। কুয়েত অবশ্য এখনো চার পয়েন্ট নিয়ে এই গ্রুপের তলানিতে পড়ে রয়েছে। কাতার ইতিমধ্যেই ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন পড়ে ফেলেছে। এই গ্রুপের বাকি তিন দলই দ্বিতীয় এবং শেষ স্লটের লড়াইতে রয়েছে। ভারত, আফগানিস্তান, কুয়েত এদের মধ্যে থেকে যেকোনো একটি দলই যাবে পরবর্তী রাউন্ডে। ভারত পরবর্তী ম্যাচে কাতারের সাথে জয় না আনতে পারলে, আফগানিস্তান কুয়েত ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে। ভারত যদি কাতারের সাথে ড্র করে, তাহলে আফগানিস্তান-কুয়েত ম্যাচ ড্র হতে হবে। তবেই ভারত পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। কাতারের বিরুদ্ধে ভারতের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে।

ইগর স্টিমাচ যে ২৩ জনের হল ঘোষণা করেছে সেখান থেকে বাদ পড়েছে শুভাশিস বোস, আমায় রানাওয়াড়ে। দলে  সুযোগ পেয়েছেন ডেভিড লালহ্লানসাঙ্গা।২৩ জনের ভারতীয় দলে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ। ডিফেন্স সামলাবেন আনোয়ার আলি, জয় গুপ্তা, মেহতাব সিং, নরেন্দ্র, নিখিল পূজারি, রাহুল ভেকে। মিডফিল্ডে থাকবেন অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্দেস, এডমন্ড লালরিন্দিকা, জেকসন সিং থাউনাওজাম, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাকো, মহেশ সিং নওরেম, নন্দকুমার সেকার, সাহল আবদুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম। ফরোয়ার্ডে গোল করার দায়িত্বে থাকবেন মনভীর সিং, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং, ডেভিড লালহ্লানসাঙ্গা