ad
ad

Breaking News

পাকিস্তান

বাউন্ডারির দড়ি সরিয়ে ধরা হয়েছে ক্যাচ! পাকিস্তানের কীর্তি নিয়ে বিতর্ক ক্রিকেটমহলে

Bangla Jago Desk: বিশ্বকাপের মঞ্চে অসৎ উপায়ে ম্যাচ জিতেছে পাকিস্তান। রীতিমতো বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরেছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল-হক। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। অনেকেই প্রশ্ন করছে বিশ্বকাপের মতো মঞ্চে কেনো বারতি সুবিধা পাচ্ছে পাকিস্তান? এথনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। অভিযোগ, দুটি ম্যাচই জেতার জন্য মাঠ বিকৃত করেছে পাকিস্তান। […]

Bangla Jago Desk: বিশ্বকাপের মঞ্চে অসৎ উপায়ে ম্যাচ জিতেছে পাকিস্তান। রীতিমতো বাউন্ডারির দড়ি সরিয়ে ক্যাচ ধরেছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল-হক। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। অনেকেই প্রশ্ন করছে বিশ্বকাপের মতো মঞ্চে কেনো বারতি সুবিধা পাচ্ছে পাকিস্তান? এথনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। অভিযোগ, দুটি ম্যাচই জেতার জন্য মাঠ বিকৃত করেছে পাকিস্তান।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে বাউন্ডারির জন্য যে নির্ধারিত লাইন রয়েছে, তা ছাড়িয়ে পিছনে চলে গিয়েছে দড়িটি। ফলে যেখানে বল পড়লে ছক্কা হওয়ার কথা, সেখানে দাড়িয়ে থেকে ক্যাচ নিয়েছে ইমাম-উল-হক। মঙ্গলবার এভাবেই আউট হল শ্রীলঙ্কার শতরান করা ব্যাটসম্যান কুশল মেন্ডিস। এমনকী এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও মাঠ বিকৃত করেছিল পাকিস্তানি ক্রিকেট টিম।

প্রসঙ্গত, এই দুটি ম্যাচই ছিল পাকিস্তানের হোম গ্রাউন্ড হায়দরাবাদে। ফলে পাকিস্তানি টিমের পাশাপাশি কাঠগড়ায় তোলা হয়েছে হায়দরাবাদের স্টেডিয়াম কর্তৃপক্ষকেও। অনেকেই বলছে এই চক্রান্তে তাঁরাও পরোক্ষভাবে জড়িত। যদিও এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি।

Free Access