ad
ad

Breaking News

ইস্টবেঙ্গল

কলকাতা লিগে গোল বন্যা ইস্টবেঙ্গলের

Bangla Jago Desk: লের ট্রফি খড়া কাটতে চলল । ডুরান্ডে চ্যাম্পিয়ন না হলেও  রানার্স হয়েছে । যা অত্যন্ত গৌরবের । আর এর পর কলকাতা ফুটবল লিগে জিতেছে খিদিরপুর কে হারাল । কলকাতা ফুটবল লিগের  সুপার সিক্সে প্রতিটি দল নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে লড়াই করছে। এই টুর্নামেন্টের শেষ ম্যাচে মহামেডানের  কাছে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারার পর  খিদিরপুর […]

Bangla Jago Desk: লের ট্রফি খড়া কাটতে চলল । ডুরান্ডে চ্যাম্পিয়ন না হলেও  রানার্স হয়েছে । যা অত্যন্ত গৌরবের । আর এর পর কলকাতা ফুটবল লিগে জিতেছে খিদিরপুর কে হারাল । কলকাতা ফুটবল লিগের  সুপার সিক্সে প্রতিটি দল নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে লড়াই করছে। এই টুর্নামেন্টের শেষ ম্যাচে মহামেডানের  কাছে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারার পর  খিদিরপুর স্পোটিং ক্লাবের  বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয়। কলকাতা ফুটবল লিগে দুরন্ত ফিরে এসে ইস্টবেঙ্গলের অবিশ্বাস্য ম্যাচে আজ মুগ্ধ হলো কলকাতার ময়দান।

ম্যাচের প্রথম থেকেই পূর্ন শক্তি নিয়ে ইস্টবেঙ্গল মাঠে নামে। মাত্র ৬ মিনিটে বিষ্ণু দুরন্ত গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন। ১০ মিনিটে ইস্টবেঙ্গল হয়ে তিনি আক্রমনাত্মক হয়ে ওঠেন এবং আরও একটি দুর্দান্ত গোল করেন। এরপর ৩৮ মিনিটে বিষ্ণু তৃতীয় গোল করে দলের হয়ে হ্যাটট্রিক নিশ্চিত করে ভক্তদের মন জিতে নেন। অন্যদিকে খিদিরপুর ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যায়। আর ইস্টবেঙ্গলের এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় চলছে জোড় চর্চা । সাফল্যে অংশ নিয়েছে সমর্থকেরা । তারাও জয় ইস্টবেঙ্গল ধ্বনি তুলেছে ।

ম্যাচের প্রথম ৪০ মিনিট যদি হয় বিষ্ণুর, তাহলে প্রথমার্ধের শেষ কয়েক মিনিট নিঃসন্দেহে মহিতোষ রায়ের। কারণ এই ৬-৭ মিনিটে মহিতোষের আস্ফালনে বিপক্ষ শিবির তখন পুরোপুরি বিধ্বস্ত। ইস্টবেঙ্গল দলের এই তরুণ তুর্কি মাত্র ৭ মিনিটের মধ্যে সেরে ফেলেন নিজের হ্যাটট্রিক। ৪১ মিনিট, ৪৫ মিনিট এবং অতিরিক্ত সময়ের দু’মিনিটে তিনি তিনটি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। যদিও এই সময়েই খিদিরপুর একটি গোল শোধ করে। এই ৬-১ ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে ড্রেসিংরুমে ফেরে দুই দল। উল্লেখ্য , এর এক দশক আগে এই রেকর্ড গড়েছিল ইস্টবেঙ্গল ‌ । এক দশক পর ফের‌ রেকর্ড । ১৯৪৩ সালে ডালহৌসিকে এবং ১৯৪৯ সালে ক্যালকাটা গ্যারিসন ক্লাবকে ইস্টবেঙ্গল এই বিরাট ব্যবধানে হারিয়েছিল।