ad
ad

Breaking News

ইস্টবেঙ্গলে চুক্তি বাড়ালেন মহেশ

Bangla jago Desk:  সম্প্রতি ইস্টবেঙ্গল মেন ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর । কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকেই চাইছে ট্রফির‌খরা কাটাতে । লাল হলুদের অন্যতম খেলোয়াড় নআওরএম মহেশ  সিং তিনিও থাকছেন ক্লাবে । চুক্তির মেয়াদ বাড়ালেন নাওযরেও ।নাওরেম মহেশ সিং এবার প্রতিজ্ঞা করেছেন ইস্টবেঙ্গলের জার্সিতে অনেক হিসেব বদলে দেবেন। মুখে না বললেও মহেশ জানেন গত চার বছর ধরে […]

Bangla jago Desk:  সম্প্রতি ইস্টবেঙ্গল মেন ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর । কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকেই চাইছে ট্রফির‌খরা কাটাতে । লাল হলুদের অন্যতম খেলোয়াড় নআওরএম মহেশ  সিং তিনিও থাকছেন ক্লাবে । চুক্তির মেয়াদ বাড়ালেন নাওযরেও ।নাওরেম মহেশ সিং এবার প্রতিজ্ঞা করেছেন ইস্টবেঙ্গলের জার্সিতে অনেক হিসেব বদলে দেবেন। মুখে না বললেও মহেশ জানেন গত চার বছর ধরে কতটা কষ্টে আছেন সমর্থকরা। তিনি দুর্ধর্ষ ফুটবল খেলে সমর্থকদের আশার সঞ্চার করেছিলেন গত বছর। এবার মহেশ আরও বেশি তৈরি। খড়া কাটাবেন ই ট্রফির ।সঙ্গে তার অন্যতম লক্ষ্য মোহনবাগানকে হারানো ।

শুধু ক্লাব ফুটবল নয়। এর আগেও তার দাপট দেখা গেছে মাঠে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ।  ইগর স্টিমাচের জাতীয় দলে সুযোগ পেয়েও যথেষ্ট  ভালো পারফরমেন্স করেছেন মহেশ ।২০২১-২২ মরসুমে দিল্লির  থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন তিনি । চুক্তি পুনর্নবীকরণ করে তিনি জানিয়েছেন , , ‘ইস্টবেঙ্গল আমার কাছে শুধু ক্লাব নয়, পরিবারও। এই ক্লাবের হয়েই আমি আইএসএল কেরিয়ার শুরু করেছিলাম। সেই ক্লাবের হয়ে আরও অনেকগুলো বছর জড়িয়ে থাকার সুযোগ পাচ্ছি, এর থেকে ভালো খবর আর কী হতে পারে।’অপর দিকে ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে তিনি থাকছেন ক্লাবে ।

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে এক ভিডিও পোষ্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মহেশ রয়েছেন জার্সিতেই । থাকার জন্য যেন অঙ্গিকার বদ্ধ । সেই ভিডিও তে বয়েছে লাইক কমেন্টের বন্যা।সেই কথা রেখেছেন মহেশ। পাশাপাশি মহেশ আশাবাদী এবার যে দল তৈরি করেছে লাল হলুদ তারা যদি নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারে তাহলে কিন্তু অনেক হিসেব বদলে যাবে। দল হিসেবে ইস্টবেঙ্গলকে বাকিদের গুরুত্ব দিতেই হবে। বেশি কথা মুখে বলতে চান না লাজুক মহেশ। তার হয়ে কথা বলবে তার ফুটবল।কুয়াদ্রাত বলেছেন, ‘মহেশের চুক্তি বাড়ানোটা ক্লাব এবং  টিমের জন্য খুব ভালো খবর। আসলে ইস্টবেঙ্গলের অন্যতম শক্তি মহেশ ।