ad
ad

Breaking News

ইস্টবেঙ্গল

গান্ধী জয়ন্তীতে লাল হলুদে গান্ধী স্মরণ

Bengla Jago Desk: সম্প্রতি ইস্টবেঙ্গল যেন ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর । কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকেই চাইছে ট্রফির‌ খরা কাটাতে ।  সমর্থকেরা ভরসা রাখছেন কোচের উপরে ।  কোচ সমর্থকদের নিরাশ করছেন না । নতুন করে দল গঠন করছেন আবারো । সম্প্রতি আই এস এলে হায়দ্রাবাদ এফসইকএ হারিয়েছে ইস্টবেঙ্গল । আর এবার গান্ধী জয়ন্তীতে ক্লাবের তরফে স্মরণ […]

Bengla Jago Desk: সম্প্রতি ইস্টবেঙ্গল যেন ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর । কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকেই চাইছে ট্রফির‌ খরা কাটাতে ।  সমর্থকেরা ভরসা রাখছেন কোচের উপরে ।  কোচ সমর্থকদের নিরাশ করছেন না । নতুন করে দল গঠন করছেন আবারো । সম্প্রতি আই এস এলে হায়দ্রাবাদ এফসইকএ হারিয়েছে ইস্টবেঙ্গল । আর এবার গান্ধী জয়ন্তীতে ক্লাবের তরফে স্মরণ করা হলো গান্ধীজিকে । সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে লেখা হয়েছে  মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকীতে তাঁকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। সঙ্গে সঙ্গে সমর্থকদের তরফ থেকেও সেখানে বয়েছে কমেন্টের বন্যা ।

আসলে সকল সমর্থকেরা ই এখন জ্বয়ের আনন্দে রয়েছেন । হায়দ্রাবাদকে হারিয়েছে ইস্টবেঙ্গল সঙ্গে ডুরান্ডে রানার্স হ্ওয়া যা তাদের কাছে অত্যন্ত গৌরবের ।কুয়াদ্রাত আগেই বলেছেন, “সবই বুঝতে পারছি। আমি শুধু বলতে চাই, শূন্য থেকে শুরু করছি। তাই সমর্থকদের আমাদের উপরে ভরসা রাখতেই হবে।”এমনিতেই গত কয়েকবছর ধরে ইস্টবেঙ্গলে টানা ব্যর্থতা চলছে। টানা আটটি ডার্বিতে হারের পরে তারা যুবভারতীতে ডুরান্ডের গ্রুপ পর্বে জিতেছিল। কিন্তু ফাইনালে মোহনবাগানের কাছে খেতাব হারানোর পরে সেই একই তিমিরে।

সেই তিমিরে কিছুদিন আগে  মশালের আলো জ্বেলে ছিল সিলভা। সেই সময় হাতে মশাল নিয়ে মাঠে প্রবেশ করছেন ক্লেইটন সিলভা। এরপর এক এক করে সমর্থকরা গ্যালারি থেকে মশাল নিয়ে নেমে এলেন।সঙ্গে সওশ্যআল মিডিয়িয় লেখা হয়েছে , ‘এই রংটাই আমাদের একসঙ্গে নিয়ে আসে, এই আগুনটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।’ তার পর এই জয়,  হায়দ্রাবাদকে হারিয়ে এখন‌ খুশির হাওয়া সমর্থকদের মধ্যে । গান্ধী জয়ন্তিতেও সেই উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ছে ।

Free Access