ad
ad

Breaking News

Rishab

Rishab: ঋষভের ফিল্ডিংয়ে মুগ্ধ শাস্ত্রী

ভারতীয় সময়ে রবিবার বেশ দেড়িতেই শুরু হয়েছিল, এদিনের বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান’র ম্যাচ

Shastri impressed with Rishabh's fielding

সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় সময়ে রবিবার বেশ দেড়িতেই শুরু হয়েছিল, এদিনের বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান’র ম্যাচ। তাছাড়াও বলাইবাহুল্য এদিনের ম্যাচ ছিল দুজনের কাছেই গুরুত্বপূর্ণ। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানের সহজলভ্য টার্গেট পাকিস্তানকে ছুঁড়ে দেয় ব্লু আর্মি।

[ আরও পড়ুন: Qatar: কাতার পৌঁছালো ভারতীয় দল]

তবে তাতেও লাভের লাভ হল না, ভারতীয় বোলারদের দাপটে ৬ রানে হারে পাক বাহিনী। কিন্তু ম্যাচ শেষে সাজঘরে কি হল জানেন? এদিন ম্যাচের পর সাজঘরে সেরা ফিল্ডার বেছে নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যেখানে পুরস্কার দিতে হাজির হয়েছিলেন রবি শাস্ত্রী। মুহূর্তটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করল টিম ইন্ডিয়া। গত ম্যাচেও আয়ারল্যান্ডের বিপক্ষে এই পুরস্কার জিতেছিলেন মোহাম্মদ সিরাজ।

এদিনের শেয়ার করা ভিডিও’তে ভারতীয় দলকে ড্রেসিংরুমে একসঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। তাছাড়াও রবিবারের ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেখা যায় দলের ফিল্ডিং কোচ দিলীপকে। এরপর দেখা যায় প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে, ড্রেসিং রুমে এসে ভারত বনাম পাকিস্তানের টান টান উত্তেজনা পূর্বক ম্যাচের পর তাঁর চমৎকার ফিল্ডিংয়ের জন্য হিসেবে সেরা ফিল্ডার হিসেবে ঋষভ পন্তকে বেছে নিতে। এদিন তাঁকে ঋষভের দুর্ঘটনার পর মাঠে ফিরে আসা নিয়ে প্রশংসা করতে দেখা যায়। শাস্ত্রী এদিন বলেন, “ব্যাটিং, সবাই জানে। আপনি কী করতে সক্ষম, আপনার কাছে কী এক্স-ফ্যাক্টর আছে। কিন্তু অপারেশনের পর আপনি যেভাবে উইকেটকিপিং এবং মুভমেন্টে দ্রুত প্রত্যাবর্তন করেছেন, তা থেকে বোঝা যায় যে এটির জন্য আপনি কতটা সংগ্রাম করেছেন। আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য একটি অনুপ্রেরণা।