ad
ad

Breaking News

INDIAN HOCKEY

Indian Hockey Team: গ্রেট ব্রিটেনের কাছে হার ভারতের

ভারতীয় মহিলা হকি দল রবিবার আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) প্রো লিগে গ্রেট ব্রিটেনের কাছে ২-৩ গোলে হেরে গেছে

India lost to Great Britain

সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় মহিলা হকি দল রবিবার আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) প্রো লিগে গ্রেট ব্রিটেনের কাছে ২-৩ গোলে হেরে গেছে। এটি ভারতীয় দলের অষ্টম পরাজয়। ভারতীয় দল ম্যাচের বেশির ভাগ সময়ই ভালো পারফর্ম করেছে কিন্তু তা সত্ত্বেও তাঁদের শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে হয়। স্বাগতিক দলের গ্রেস বাল্সডন ৫৬ ও ৫৮ মিনিটে দুটি গোল করে ভারতের হাত থেকে জয় ছিনিয়ে আনেন। রেফারীর সিদ্ধান্তে বেশ হতাশ কোচ হরেন্দ্র সিং।

[ আরও পড়ুন:

T20WorldCup: “ইমরানকে মুক্তি দাও”,বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথের আগে মার্কিন আকাশে দেখা গেল এমন ব্যানার]

এক সময় স্কোর ২-২ এ টাই ছিল এবং গ্রেস একটি শক্তিশালী হিট দিয়ে গোল করার সময় চূড়ান্ত হুটার বাজে। এই সেই একই গ্রেস যিনি তিন বছর আগে টোকিও অলিম্পিকে ভারতের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন এবং তার দলের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। গ্রেসের গোলে কোচ হরেন্দ্রের দলের প্রথম জয়ের অপেক্ষা বাড়িয়ে দেয়। তৃতীয় মিনিটে ওয়াটসন গোল করে ব্রিটেনকে এগিয়ে দেন কিন্তু ১৪তম মিনিটে লালরেমসিয়ামি গোল করে স্কোর ১-১ এ সমতা আনেন।

এরপর ২৩তম মিনিটে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন নবনীত কৌর। ৫৬ ও ৫৮ মিনিটে বাল্সডন গ্রেসের গোলে পরাজয় হয় ভারতের।অপরদিকে ভারতের পুরুষ হকি দলও গ্রেট ব্রিটেনের কাছে ২-৩ গোলে ম্যাচ হারে। খেলা শুরুর ৩৮ সেকেন্ডে  ফিল রোপারের গোলে প্রথমেই পিছিয়ে পড়ে ভারত। যদিও বা ১৯ মিনিটে দুর্দান্ত গোল করেন সুখজিৎ সিং। ৩৬ মিনিটে হারমানপ্রীত সিং এর পেনাল্টি কর্নার থেকে করা গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু পরবর্তী মিনিটেই ওয়ালার জ্যাক গোল পরিশোধ করে। ৫০ মিনিটের মাথায় ফরসিথ অ্যালানের গোলে ৩-২ গোলে জয় নিশ্চিত করে গ্রেট ব্রিটেন।