Bangla Jago Desk: চলছে আইএসএল। ব্যস্ততআ তুঙ্গে ময়দানের ফুটবলে । ব্যস্ততা রয়েছে লাল হলুদ শিবিরের মধ্যেও । শেষ তিন বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে কার্লেস কুয়াদ্রাতের অধীনে ঐতিহ্যের মশালের পুরনো গড়িমা ফিরিয়ে আনার শপথ নিয়েছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে পরবর্তী ম্যাচ নামার আগে রণ কৌশল ঠিক করা থেকে শুরু করে প্রাকটিস চলছে জোড় কদমে ইস্টবেঙ্গলে । ডুরান্ডে অল্পের জন্য ফাইনালে হেরে রানার্স হলেও লাল-হলুদ জার্সিধারীদের পারফরম্যান্সে অনেক দিন পর পুরনো ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে।আর এর ই মধ্যে ক্লেটন সিলভাকে দেখা গেল প্রাকটিসে । মনোযো সহকারে করছেন প্রাকটিস । সেই ভিডিও সোশ্যাল সাইটে পোষ্ট করেছে ইস্টবেঙ্গল। এর আগে কয়েক জন লাল-হলুদ সমর্থককে অন্ধকারে ,স্ফুলিঙ্গ উঠিয়ে মশাল জ্বালেন ক্লেটন।
এবং সমর্থকদের মশালের সঙ্গে নিজের মশালের অগ্নিশিখাকে সাক্ষী রেখে শপথ নেন ঘুরে দাঁড়ানোর।এমনিতেই গত কয়েকবছর ধরে ইস্টবেঙ্গলে টানা ব্যর্থতা চলছে। টানা আটটি ডার্বিতে হারের পরে তারা যুবভারতীতে ডুরান্ডের গ্রুপ পর্বে জিতেছিল। কিন্তু ফাইনালে মোহনবাগানের কাছে খেতাব হারানোর পরে সেই একই তিমিরে। সেই তিমিরে মশালের আলো যেন আশার আলো সমর্থকদের কাছে। ডুরান্ড কাপে কার্লোস কুয়াদ্রাতের দলের ফুটবলাররা যে স্টাইলের জার্সি পরেছিলেন, আইএসএলে বদলে গিয়েছে। নতুন হোম জার্সিতে লাল ও হলুদের পরিমাণ বেশিমাত্রায় রয়েছে। আরও বেশি জ্বলজ্বল করছে নতুন স্টাইলের এই জার্সি। ব্যর্থতার ধারা কাটছে ধীরে ধীরে ।আইএসএলে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।
যুবভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ম্যাচে কি হয় কি হয় অবস্থা । ম্যাচের ৮ মিনিটের মাথায় হিতেশের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ।হায়দরাবাদ এফসি শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায়। চলতি মরশুমের যেন অন্য লাল হলুদ। চেনা লাল হলুদ। আক্রমণাত্মক লাল হলুদ । জয়ের ধারা বজায় রাখা লাল হলুদ । এই ইস্টবেঙ্গলের সঙ্গে গত ৩ মরশুমের ইস্টবেঙ্গলকে গুলিয়ে ফেললে মুশকিল। আর তাই ৮ মিনিটে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল ম্যাচ শেষ হ্ওয়ার আগেই গোল শোধ করেছে । ৯০ মিনিট শেষে ২-১ গোলে জিতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। ক্লেটনের প্রাকটিস বলে দিচ্ছে ইস্টবেঙ্গল জিতবে । আলো জালাবে নতুন করে।
Free Access