ad
ad

Breaking News

বেঙ্গল প্রো-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠান থেকে টস কয়েনে একাধিক চমক

BANGLA  Jago Desk : আইপিএলের ধাঁচে এবার হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ’।   সিএবির তরফ থেকে মোট আটটি দল নিয়ে শুরু করা হচ্ছে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ।  গ্রাম বাংলার নতুন প্রতিভাদের তুলে আনায় লক্ষ সিএবির । এই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে। আর এই লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক। […]

BANGLA  Jago Desk : আইপিএলের ধাঁচে এবার হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ’।   সিএবির তরফ থেকে মোট আটটি দল নিয়ে শুরু করা হচ্ছে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ।  গ্রাম বাংলার নতুন প্রতিভাদের তুলে আনায় লক্ষ সিএবির । এই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে। আর এই লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক। উদ্বোধনী অনুষ্ঠান থেকে টস একাধিক চমক রাখছে সিএবি। উদ্বোধনী অনুষ্ঠানে গ্ল্যামার এর ছড়াছড়ি থাকছে ঠিক আইপিএল এর মতই। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন টলি অভিনেতা অভিনেত্রীরা। থাকছেন অভিনেতা জিৎ , রুক্মিণী মৈত্র । সঙ্গে বলিউড তারকা নুসরত ভারুচা। ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান ,   মহিলা পুরুষদের ম্যাচে টসেও থাকছে চমক। মেয়েদের ম্যাচের কয়েনে ঝুলন গোস্বামী এবং ছেলেদের ম্যাচের কয়েনে  সৌরভ গঙ্গোপাধ্যায় এর মুখ খোদাই করা থাকবে। প্রথম ম্যাচে আকাশ দ্বীপের নেতৃত্বাধীন সার্ভটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স খেলবে মনোজ তিওয়ারির হারবার ডাইমন্ডসের বিরুদ্ধে। সন্ধ্যে সাতটা থেকে শুরু হওয়া এই ম্যাচ সম্প্রচার করা হবে জিও সিনেমা এবং স্পোর্ট ১৮- ৩ চ্যানেলের । সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে বিদেশে থাকলেও সৌরভের ছবি দেওয়া কয়েন সামনে এসেছে।

 

সব মিলিয়ে আইপিএলের জৌলুস টা ফুটে উঠবে এই টি-টোয়েন্টি লিগের মাধ্যমে। আটটি দল প্রতিযোগিতায় নামছে ১১ই জুন থেকে। ফাইনাল খেলবে তারা ২৮ জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ১৮ দিনের এই টুর্নামেন্ট চলবে।