Bengal Jago Desk: এই বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য পারফরমেন্স করতে না পারলেও তারা সেমিফাইনালে পৌঁছানোর লড়াইয়ে এখনও টিকে আছে। সকলেই জানেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেকোনো সময়ে ঘুরে দাঁড়িয়ে সমস্ত হিসেব পালটে দিতে পারে। এবার এর মধ্যেই বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো।বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়া ব্লু ব্রিগেডদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে চলেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। সিরিজটি ২৩ নভেম্বর শুরু হবে এবং প্রথম টি-টোয়েন্টিটি ম্যাচটি বিশাখাপত্তনমের ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। তাই বিশ্বকাপের মধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট এই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ইতিমধ্যেই তারা ১৫ জনের একটি দল প্রকাশ করেছে। ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ সিরিজের প্রকাশিত অস্ট্রেলিয়ার দলে ম্যাথু ওয়েডকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছে। যার নেতৃত্বে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্র্যাভিস হেডের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন। তবে অ্যাশটন আগারের চোট থাকায় তিনি এই দলে জায়গা পাননি। অন্যদিকে তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড।
আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের পর গ্রীষ্মকালীন টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য দেশে ফিরবেন। এই টেস্ট মরসুম ভারতের বিপক্ষে ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচের ১১ দিন পর পার্থে শুরু হবে। তাই এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ব্লু ব্রিগেডদের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: অধিনায়ক ম্যাথু ওয়েড , জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সংঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার,ও অ্যাডাম জাম্পা।
Free Access