ad
ad

Breaking News

এশিয়ান গেমস

স্বর্ণালী সমাপ্তি এশিয়ান গেমসের! ভারতের ঝুলিতে ১০৭টি পদক

Bangla Jago Desk: একের পর এক চমক এশিয়ান গেমসের উদ্বোধনে । সেই চমক দেখা যায় সমাপ্তী অনুষ্ঠানেও ।  কার্বন নিঃসরণ কমানোর জন্য এবারের এশিয়াডের নাম দেয়া হয়েছিল ‘গ্রিন এশিয়ান গেমস’। থ্রিডি ডিজিটাল স্ক্রিনে এমনভাবে চিত্রগুলো প্রদর্শনা করা হয়েছে, দেখে মনে হয়েছে শিল্পীর তুলির নিপুণ আঁচড়। প্রযুক্তির ছোঁয়ায় ২৩ সেপ্টেম্বর যে বর্ণাঢ্য উদ্বোধন করে বিশ্বকে দেখিয়ে […]

Bangla Jago Desk: একের পর এক চমক এশিয়ান গেমসের উদ্বোধনে । সেই চমক দেখা যায় সমাপ্তী অনুষ্ঠানেও ।  কার্বন নিঃসরণ কমানোর জন্য এবারের এশিয়াডের নাম দেয়া হয়েছিল ‘গ্রিন এশিয়ান গেমস’। থ্রিডি ডিজিটাল স্ক্রিনে এমনভাবে চিত্রগুলো প্রদর্শনা করা হয়েছে, দেখে মনে হয়েছে শিল্পীর তুলির নিপুণ আঁচড়। প্রযুক্তির ছোঁয়ায় ২৩ সেপ্টেম্বর যে বর্ণাঢ্য উদ্বোধন করে বিশ্বকে দেখিয়ে দিয়েছিল চীন,  সমাপনী অনুষ্ঠানটি হৃদয় কেড়েছে সবার। যে কোনো গেমসের উদ্বোধন নিয়ে যতটা আকর্ষণ থাকে, সমাপনী নিয়ে ততটা থাকে না। কিন্তু চিনারা সব কিছুতেই নতুনত্ব দেখাতে চায়।  ১৯তম এশিয়ান গেমসে পুরুষদের হকিতে এসেছে সোনা। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হওয়ার সুযোগ পাওয়ায় তৃপ্ত শ্রীজেশ।

চোখধাঁধানো সব আয়োজনের পর অ্যাথলেটদের মার্চ পাস্ট। তবে উদ্বোধনীর মতো আলাদা আলাদা করে  নয়, একসঙ্গে দেশগুলোর ক্রীড়াবিদ ও কমকর্তা পতাকা হাতে মাঠে নামেন। সমাপ্তি অনুষ্ঠানে শ্রীজেসের হাতে ভারতের পতাকা দেখা গিয়েছিল । উচ্ছ্বাস আর উদ্দীপনার মুহূর্তগুলো স্মরণ করে সমাপনী অনুষ্ঠানের অতিথিদের বক্তব্যগুলো আরও প্রাণবন্ত করে তুলে গেমসের শেষ ঘণ্টাকে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ভারপ্রাপ্ত সভাপতি রাজা রনদ্বীর সিং যখন তাঁর বক্তব্যে গেমসের ‘সমাপনী’ কথাটি উল্লেখ করেন, তখনই গ্যালারিতে নেমে আসে নীরবতা। বেজে ওঠে বিদায়ের রাগিনী।

হ্যাংঝুর সমাপ্তির সঙ্গে আগামী গেমসের আয়োজক জাপানের পতাকা উত্তোলিত হওয়ার সঙ্গে বেজে ওঠে দেশটির জাতীয় সংগীত। একটু পর নিভে যায় পুরো স্টেডিয়ামের আলো। গ্যালারিতে থাকা দর্শকদের মোবাইলের আলোগুলো ‘জোনাকির’ আলোর মতো মনে হয়েছে। এর মধ্যে একদল শিল্পী মাঠে প্রবেশ করেন! গেমসের সবকিছুতেই ছিল প্রযুক্তির ছোঁয়া। দেড় ঘণ্টার রঙিন সমাপনীতেও প্রযুক্তিরওপর বেশি জোর দেয় চীন। দুই সপ্তাহের বেশি সময় অলিম্পিক সেন্টারের প্রজ্বলিত মশালটিও নেভানো হলে ডিজিটালি।পরবর্তী এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়াতে।বার সমাপ্তি অনুষ্ঠানও হল বেশ জমকালো। এবার ৭৫ মিনিটের সমাপ্তি অনুষ্ঠান হল বেশ রঙিন ও প্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ।

Free Access