ad
ad

Breaking News

আনোয়ার আলি

ম্যাচের দ্বিতিয়ার্ধে চোটে ছিটকে গেলেন আনোয়ার

Bengla Jago Desk:  কলকাতা তখন ব্যস্ত পুজোর শেষ নির্যাসটুকু নিতে। দশমীর নিশিতে গঙ্গার ঘাটে তখন বিসর্জনের বিষাদ। একই সময় নিঃশব্দে ভুবনেশ্বরের এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নিজেদের জেতা ম্যাচ ড্র করে দু’পয়েন্ট বিসর্জন দিয়ে এল মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপে মোহনবাগান ২-২ গোলে ড্র করল বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে। দশমীর দিন খেলায় দু’বার এগিয়ে […]

Bengla Jago Desk:  কলকাতা তখন ব্যস্ত পুজোর শেষ নির্যাসটুকু নিতে। দশমীর নিশিতে গঙ্গার ঘাটে তখন বিসর্জনের বিষাদ। একই সময় নিঃশব্দে ভুবনেশ্বরের এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নিজেদের জেতা ম্যাচ ড্র করে দু’পয়েন্ট বিসর্জন দিয়ে এল মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপে মোহনবাগান ২-২ গোলে ড্র করল বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে। দশমীর দিন খেলায় দু’বার এগিয়ে গিয়েও জয় পেল না সবুজ মেরুন বাহিনী।

ম্যাচ শেষে আবার বিতর্কে জড়ালেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তার মাঝেই চোট পেয়েছেন আনোয়ার আলি । ম্যাচের দ্বিতিয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি । যন্ত্রণায় ছটফট করেন । আনোয়ার কে ছাড়ায় কয়েকটা ম্যাচে দল সাজাতে হবে জুয়ান ফেরান্দোকে। তবে এদিনের খেলায় কামিন্স, বুমোস ও দিমিত্রি এই ত্রয়ীর সুন্দর ফুটবলের যোগফল এই গোল। ম্যাচের ৩৩ মিনিটে বসুন্ধরার পক্ষে দুরন্ত গোল করে সমতা ফেরান বিদেশি তারকা ডন।

সেইসময় মোহনবাগান রক্ষণভাগ পুরো ফাঁকা। সবাই আক্রমণে উঠে গিয়েছিল। পাল্টা আক্রমণে গোল করে যায় বিপক্ষ তারকা। মোহনবাগানকে ফের এগিয়ে দেন আশিস রাই। ম্যাচের ৫৪ মিনিটে লিস্টনের পাস থেকে দুর্দান্ত শটে বল জালে রেখেছেন। এবারও লিড ধরে রাখতে পারেনি মোহনবাগান। যিনি গোল করেছিলেন, সেই আশিসই বক্সের মধ্যে ফাউল করেন বিপক্ষের রবিনহোকে। উল্লেখ্য, এই মরশুমে চোটের কবলে পড়ে আগেই মাঠের বাইরে চলে গিয়েছেন আশিক কুরুনিয়ান ও দীপক টাংড়িরা। এবার হয়ত সেই তালিকায় যুক্ত হলেন আনোয়ার।

Free Access