ad
ad

Breaking News

রাসেল

জওয়ানের গানে তুমুল নাচ রাসেলের

Bangla jago Desk: শাহরুখ খানের জওয়ান ছবি নিয়ে উন্মাদনা কম নয় সমর্থকদের মধ্যে । সেলেব দুনিয়া থেকে ক্রীড়া জগতেও ব্যাপক সাড়া মিলেছে । গানের তালে পা মেলাচ্ছেন আমজনতা থেকে নেতা , সেলেবরা । সেই গানের তালে পা মেলালেন কোমর দোলালেন আন্দ্রে রাসেলও । তবে  গোটা বিশ্ব থেকে মোটা অঙ্কের লাভও তুলছে জওয়ান । সম্প্রতি কলকাতা […]

Bangla jago Desk: শাহরুখ খানের জওয়ান ছবি নিয়ে উন্মাদনা কম নয় সমর্থকদের মধ্যে । সেলেব দুনিয়া থেকে ক্রীড়া জগতেও ব্যাপক সাড়া মিলেছে । গানের তালে পা মেলাচ্ছেন আমজনতা থেকে নেতা , সেলেবরা । সেই গানের তালে পা মেলালেন কোমর দোলালেন আন্দ্রে রাসেলও । তবে  গোটা বিশ্ব থেকে মোটা অঙ্কের লাভও তুলছে জওয়ান । সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের এই ক্যারিবিয়ান তারকার একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানের সঙ্গে নাচছেন তিনি। বাইশ গজে ছক্কা হাঁকানোর মতোই দুর্দান্ত নাচের তালে মেতেছেন রাসেল। নাচে বেশ পারদর্শী রাসেল। শুধু নাচতে পারেন বলা ভুল, বেশ ভালোই নাচতে পারেন তিনি।  ইতিমধ্যেই সেই নাচ অনেকের মন জয় করে নিয়েছে।  ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানের তালে নেচে সবাইকে মুগ্ধ করলেন কিং খানের ব্লকবাস্টার ‘জওয়ান’ রাসেল দেখেছেন কিনা জানা নেই।

তবে ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানটা যে শুনেছেন তা বেশ বোঝা যায় দ্রে রাসেলের নাচ দেখে। কলকাতা নাইট রাইডার্স ক্যারিবিয়ান তারকার একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানের সঙ্গে নাচছেন রাসেল। তাঁর ছক্কা হাঁকানোর মতোই দৃষ্টিনন্দন রাসেলের নাচ। রাসেলের এই নাচের ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা রীতিমতো প্রশংসায় মেতে উঠেছেন এই ক্যারাবিয়ান ক্রিকেট তারকার। একদিকে তার খেলার যেমন ভক্তরা রয়েছেন, অন্যদিকে রয়েছেন ‘জওয়ান’ ছবির ভক্তরাও। জোড়া প্রশংসায় ভেসে গিয়েছে রাসেলের নয়া ভিডিয়ো পোস্ট।  একই সঙ্গে কথায় কথায় উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্সের কথাও। উল্লেখ্য এর  আগে ট্রেইলার দেখার পর এক ভিডিওতে রাসেল বলেন, ওয়াও! এই সিনেমায় একাধিক চরিত্রে আছেন শাহরুখ।

আমার মনে হয়, এই সিনেমাটিও হিট হবে। আমি অ্যাকশন পছন্দ করি। শাহরুখের রসবোধের পরিচয়ও এখানে পাওয়া যাবে।সিপিএল নিয়ে ব্যস্ত থাকায় এখন সিনেমাটা দেখার সুযোগ পাচ্ছেন না রাসেল। একটু সময় পেলেই সিনেমা হলে গিয়ে জওয়ান দেখবেন বলেও জানিয়েছেন রাসেল। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের ভাষায়, ‘এটা তো শুধুই ট্রেইলার। আমি ভাবছি, তাহলে পুরো সিনেমায় আর কী কী থাকতে পারে। আশা করি, এই সিনেমাটি গায়ানায় দেখা যাবে। আমরা সবাই মিলে সিনেমাটি দেখতে চাই।’