ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: আবারও জম্মু ও কাশ্মীরে বড়সড় নাশকতা ঘটায় জঙ্গিরা। এই ঘটনাই তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আবু হামজা, আদুন ও ফৌজি নামে তিন পাকিস্তানি সন্ত্রাসবাদী কে সনাক্ত করা হয়েছে। এই ঘটনায় যুক্ত জঙ্গিরা গত ৪ জন সুরানকোটে ভারতীয় বিমানবাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে জানা গিয়েছে। একই জঙ্গি গোষ্ঠীর নাশকতা বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। এই ঘটনায় আর কার যোগ রয়েছে তা খতিয়ে দেখছে। ইতিমধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে ঘটনার মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করার কাজ চলছে।
#ReasiAttack: Three Pakistani terrorists, identified to be Abu Hamza, Adoon and Fauji, belonged to the same group that targeted #IndianAirForce convoy in Surankote on June 4 pic.twitter.com/HXu5tUqYhM
— Satyaagrah (@satyaagrahindia) June 10, 2024
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের শপথগ্রহণের দিনই জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হয় জম্মু কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝায় বাসে নির্মম হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালিয়ে সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরকে উত্তপ্ত করে রাখার ছক কষে। এই জঙ্গি নাশকতায় মৃত্যু হয়েছে ১০ জনের। গুরুতর আহত হন ৩৩ জন। জঙ্গিদের এই ভয়াবহ আক্রমণ থেকে রেহায় মেলেনি শিশুদের। গুরুতর জখম হয় শিশুরাও। সূত্রের দাবি, এই ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। রবিবারই ঘটনায় দায় স্বীকার করে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। এটি পাক জঙ্গি গোষ্ঠী লস্কর তৈবারই শাখা, ভারতে একটি নিষিদ্ধ সংগঠন।
এরপর এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করা গেল। যে ভয়াবহ ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল সেই জঙ্গিরা ঘটনায় জড়িত বলে তদন্তে উঠে এসেছে। সুরানকোটে এই ভয়াবহ ঘটনা ঘটেছিল। ভারতে বিমান বাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।