ad
ad

Breaking News

সিক্স জি

আরও স্পিড, আরও গতি, এবার আসছে সিক্স জি

Bengla Jago Desk:  আরও স্পিড, আরও গতি। এবার আসছে সিক্স জি। ফোর জি ছেড়ে ফাইভ-জি’র সময় আসছে। তবে এখানেই থেমে থাকা নয়। এবার কাজ হবে সিক্স-জি নিয়ে। মোবাইলের কানেকশানের দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের অনেক দেশকে আগেই পিছনে ফেলে দিয়েছে। প্রযুক্তি যে পথে এগোচ্ছে বিশ্বকে টেক্কা দিতে চলেছে ভারত। মোবাইল প্রযুক্তির দিক থেকে  এক নয়া […]

concept of future technology 6G network wireless systems and internet of things

Bengla Jago Desk:  আরও স্পিড, আরও গতি। এবার আসছে সিক্স জি। ফোর জি ছেড়ে ফাইভ-জি’র সময় আসছে। তবে এখানেই থেমে থাকা নয়। এবার কাজ হবে সিক্স-জি নিয়ে। মোবাইলের কানেকশানের দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের অনেক দেশকে আগেই পিছনে ফেলে দিয়েছে। প্রযুক্তি যে পথে এগোচ্ছে বিশ্বকে টেক্কা দিতে চলেছে ভারত। মোবাইল প্রযুক্তির দিক থেকে  এক নয়া বিপ্লবের যুগ শুরু হওয়া সম্ভবনা।

ফোর জি-কে পিছনে ফেলে ভারত বর্তমানে ফাইভ জি-র নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে এক অনুষ্ঠানে শুক্রবার বলেন এখানেই থেমে থাকতে চায় না ভারত। এবার সিক্স জি-নিয়ে কাজ করবে ভারত। কয়েক বছরের মধ্যে তার সুফল মিলবে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে পূর্বতন কংগ্রেস সরকারকে খোঁচা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। প্রসঙ্গ তুলে ধরেন টু জি স্পেকট্রাম কেলেঙ্কারির কথা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগের সরকার শুধু কেলেঙ্কারি নিয়েই চলত। তবে বিজেপির সরকার দেশের উন্নতির কাজে বিগত দিনে যেমন কাজ করছে আগামীদিনেও করবে। এই প্রসঙ্গে তিনি আরআরও বলেন, এবার আমাদের সিক্স জি ব্যবহার করতে হবে। দেশে দ্রুত সিক্স জি পরিষেবা চালু করা হবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরা যে গতিতে কাজ করছে তা আগামীদিনে ভারতকে আরও উন্নত এবং শক্তিধর দেশ হিসাবে তুলে ধরবে।

Free Access