ad
ad

Breaking News

সমলিঙ্গ বিবাহ

সমলিঙ্গ বিবাহে সম্মতি নয়! কেন্দ্রের কোর্টে বল ঠেলল সুপ্রিম কোর্ট

Bangla Jago Desk: মঙ্গলবার সমলিঙ্গে বিবাহ আইন মামলায় রায় ঘোষণা করতে গিয়ে কার্যত সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতি দিল শীর্ষ আদালত। বিপরীত লিঙ্গের বিবাহ আইনের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।” আরও বলেন, “বিবাহ বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, তা সম্ভব হত না আইন না থাকলে।’’ পাশাপাশি […]

Bangla Jago Desk: মঙ্গলবার সমলিঙ্গে বিবাহ আইন মামলায় রায় ঘোষণা করতে গিয়ে কার্যত সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতি দিল শীর্ষ আদালত। বিপরীত লিঙ্গের বিবাহ আইনের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।” আরও বলেন, “বিবাহ বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, তা সম্ভব হত না আইন না থাকলে।’’

পাশাপাশি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু আইনের ব্যাখ্যা দিতে পারে। তাই সমলিঙ্গ বিবাহকে আইন করার বিষয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে। এইসঙ্গে সমকামী সম্প্রদায়ের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সওয়াল করে সুপ্রিম কোর্ট। টানা ১০ দিন শুনানির শেষে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গত ১১ মে রায় সংরক্ষিত রেখেছিল। এদিন এই রায় ঘোষণা করা হল।

তবে সমলিঙ্গ বিবাহের পক্ষে দাঁড়ালেও আইনি সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রকেই দায়িত্ব দিল আদালত। কেন্দ্র অবশ্য প্রথম থেকেই সমলিঙ্গে বিয়ের আইনি বৈধতার দাবির বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এটা শহুরে অভিজাতদের ভাবনা। আরও বলা হয় বিয়ের আইনি বৈধতা পেলে বিবাহ নামক প্রতিষ্ঠানকে আঘাত করা হবে। এখন দেখার সুপ্রিম কোর্টের এই রায়ের পর কেন্দ্রের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়।