ad
ad

Breaking News

জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেস

ঝাড়খণ্ডে জম্মু তাওয়াইগামী এক্সপ্রেসে দুর্ধর্ষ ডাকাতি! চলল কয়েক রাউন্ড গুলি

Bangla Jago Desk: জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি। ঝাড়খণ্ডের লাতেহারে চলন্ত ট্রেনে তাণ্ডব চালায় ডাকাতদল। যাত্রীদের মারধর করে অবাধে লুটপাট চালায় ডাকাতরা। ৮ থেকে ১০ রাউন্ড গুলিও চালায় তারা। এই এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের মধ্যে ডাকাত দলের এই তাণ্ডবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ডাকাতদের ছোড়া গুলিতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার […]

Bangla Jago Desk: জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি। ঝাড়খণ্ডের লাতেহারে চলন্ত ট্রেনে তাণ্ডব চালায় ডাকাতদল। যাত্রীদের মারধর করে অবাধে লুটপাট চালায় ডাকাতরা। ৮ থেকে ১০ রাউন্ড গুলিও চালায় তারা। এই এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের মধ্যে ডাকাত দলের এই তাণ্ডবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ডাকাতদের ছোড়া গুলিতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার রাত ১১টার সময় ঝাড়খণ্ডের লাতেহার থেকে রওনা হয়েছিল ট্রেনটি। আগে থেকেই যাত্রী সেজে একটি সংরক্ষিত কামরায় বসেছিল ডাকাতরা। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ‘অপারেশন’ শুরু করে ডাকাত দল।

ট্রেনের এস ৯ কামরায় বন্দুক দেখিয়ে যাত্রীদের ওপর তাণ্ডব চালাতে শুরু করে। ডাকাতদের ভয়ে যাত্রীরা  জড়োসড়ো হয়ে যান। কিছু যাত্রী পাল্টা রুখে দাঁড়ান। যাত্রীরা বাধা দিলে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালায় ডাকাতরা। চরম আতংকের পরিবেশ তৈরি হয় চলন্ত এক্সপ্রেসের মধ্যে। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেন যখন বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে, সেই সময় ডাকাতরা ট্রেনের এস ৯ কামরায় বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অবাধে লুটপাট শুরু করে। ওই কামরার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা কেড়ে নেয় টাকার দল। সেই সঙ্গে যাত্রীদের কাছে থাকা মূল্যবান সামগ্রী,  সোনার গয়না সহ সমস্ত কিছু লুট করে। যাত্রীদের দাবি, ডাকাতরা নগদ এবং গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে গিয়েছে। বহু যাত্রীকে বেধরক মারধর করে ডাকাতরা। এমনকি মহিলাদের সঙ্গেও অভব্য আচরণ করে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারওয়াডি স্টেশন থেকে ছিপাজোহরি স্টেশনে পৌঁছানোর সময়ের মধ্যেই পুরো ‘অপারেশন’ শেষ করে ডাকার দল। অপারেশন সেরে ট্রেনের চেন টেনে নেমে  তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি চালায়। ডাকাতদের ছোড়া গুলিতে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ট্রেন থামতেই রেল সুরক্ষা বাহিনী পৌছায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী। ডাকাতদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।