ad
ad

Breaking News

পুরীর মন্দির

পুরীর মন্দিরে চালু হচ্ছে পোশাকবিধি

Bengal Jago Desk: যে কোনও ধর্মস্থানে পবিত্রতা রক্ষা করা সবচেয়ে জরুরি। রক্ষা করা উচিত শালীনতা। তবে আজ দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মস্থানে এমন কিছু মানুষ যায়, যাদের পোশাক নিয়ে ওঠে শালীন-অশালীন প্রশ্ন। অনেকেই ছেঁড়া-ফাটা জিন্স অথবা হাফ প্যান্ট পরে প্রবেশ করেন মন্দিরে। এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ। যা নিয়ে উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ। তাই নতুন […]

Bengal Jago Desk: যে কোনও ধর্মস্থানে পবিত্রতা রক্ষা করা সবচেয়ে জরুরি। রক্ষা করা উচিত শালীনতা। তবে আজ দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মস্থানে এমন কিছু মানুষ যায়, যাদের পোশাক নিয়ে ওঠে শালীন-অশালীন প্রশ্ন। অনেকেই ছেঁড়া-ফাটা জিন্স অথবা হাফ প্যান্ট পরে প্রবেশ করেন মন্দিরে। এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ। যা নিয়ে উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ। তাই নতুন পোশাকবিধি আনতে চলেছেন তাঁরা। কোন ধরনের পোশাক পরে পুরীর মন্দিরে প্রবেশ করা যাবে না, তা জানিয়ে দেওয়া হয়েছে।

ভক্তরা স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তকে। আগামী বছর ১ জানুয়ারি থেকেই দর্শনার্থীদের পোশাকের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। এটা শুধুমাত্র নির্দেশিকা নয়, কড়া ভাবে এই নিয়ম যাতে মানা হয় তা কঠোর ভাবে দেখবে মন্দির কর্তৃপক্ষ। এখন দেখা যাচ্ছে, এমন অনেকেই মন্দিরে আসছেন যারা ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রাখছেন না। তাঁরা বোঝেন না যে মন্দির দেবস্থান। কোনও বিনোদনের জায়গা নয়। দক্ষিণ ভারতের একাধিক হিন্দু মন্দিরে অনেক কয়েক মাস আগে এই ধরনের পোশাকবিধি চালু হয়েছে।

ধর্মীয় ভাবাবেগ এবং মন্দিরের পবিত্রতা রক্ষায় এমন পদক্ষেপ করা হয়েছে। এবার পুরীর জগন্নাথ মন্দিরও সেই নিয়ম চালু করতে চলেছে। আলোচনার মাধ্যমে কিছুদিনের পোশাকবিধি নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সিংহদ্বারে এবং ভেতরে এটা দেখার জন্য থাকবেন নিরাপত্তারক্ষীরা। নজর রাখা হবে দর্শনার্থীদের পোশাকের দিকে। মন্দিরের নিয়ম লঙ্ঘন করলে তাদের ঢুকতে দেওয়া হবে না। এই নয়া নিয়ম সম্পর্কে জানানোর জন্য এখন থেকেই সচেতনতামূলক প্রচারও চালাবে মন্দির কর্তৃপক্ষ।

Free Access