ad
ad

Breaking News

নরেন্দ্র মোদী

গীতিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Bengla Jago Desk:  ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী যে মাল্টিটাস্কার সে কথা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু দেশের সামনে গীতিকার রূপে এই প্রথম বার ধরা দিলেন দেশের প্রধান মন্ত্রী। নবরাত্রি উপলক্ষে গুজরাতি ভাষায় একটি গান লিখলেন তিনি। খবরটি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কঙ্গনা রানাউত। প্রধান মন্ত্রীর রচিত গানের নাম ‘গার্বো’। তনিশক বাগচী এবং ধ্বণী ভানুশালীর জন্য […]

Bengla Jago Desk:  ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী যে মাল্টিটাস্কার সে কথা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু দেশের সামনে গীতিকার রূপে এই প্রথম বার ধরা দিলেন দেশের প্রধান মন্ত্রী। নবরাত্রি উপলক্ষে গুজরাতি ভাষায় একটি গান লিখলেন তিনি। খবরটি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কঙ্গনা রানাউত। প্রধান মন্ত্রীর রচিত গানের নাম ‘গার্বো’।

তনিশক বাগচী এবং ধ্বণী ভানুশালীর জন্য গীতিকার হলেন তিনি। এই গান শনি বার মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে। কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রীর এই গান লেখার বিষয়টি নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন । প্রধান মন্ত্রীর গান গাওয়া তনিষ্ক বাগচী এবং ধ্বনি ভানুশালী বিষয়টি নিয়ে খুবই উল্লসিত।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান প্রধান মন্ত্রীর গান তাদের ২ জনেরই  খুব পচ্ছন্দের।  মোদীর লেখনী ভিডিও রূপে প্রকাশ পাওয়ার পর তা চমকপ্রদ সফলতা পেয়েছে। পাল্টা উত্তরে মোদীও দুই সঙ্গীত শিল্পীকে ধন্যবাদ জানায়। কেবল তাই নয় মিউজিকের গোটা টিমকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন। গুজরাতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছে মোদীর লেখা এই গান। এই গান ভাইরাল হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্য ধন্য করছেন নেটিজেনরা।

Free Access