ad
ad

Breaking News

লাইনচ্যুত ট্রেন

বিহারের বক্সারে লাইনচ্যুত ট্রেন

Bengla Jago Desk: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের লাইন চ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। বিহারের বক্সার জেলার রঘুনাথ পুর রেল স্টেশনের নিকট লাইনচ্যুত হয় দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ ইস্ট একপ্রেস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন আরও বহু। বেশ কিছু যাত্রীদের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক। গুরুতর আহতদের পাঠান হয় পাঠনা এইমস […]

Bengla Jago Desk: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের লাইন চ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস। বিহারের বক্সার জেলার রঘুনাথ পুর রেল স্টেশনের নিকট লাইনচ্যুত হয় দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ ইস্ট একপ্রেস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন আরও বহু। বেশ কিছু যাত্রীদের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক। গুরুতর আহতদের পাঠান হয় পাঠনা এইমস এ।  দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত পৌনে ১০ টা নাগাদ। সেদিন রাত থেকেই শুরু হয়ে যায় উদ্ধার কাজ। রেলের তরফ থেকে কোন হতাহতের খবর এখনও কিছু নিশ্চিত করে জানানো হয়নি। একটা দুটো নয় প্রথমে অনুমান করা হয় মোট ৪ থেকে ৫ টি কামরা লাইন চ্যুত হয়েছে পরে পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হয় ২১ টি কামরা লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনার জেরে অনেক ট্রেন বাতিল করা হয়। কিছু ট্রেনের রুট ও পরিবর্তন করা হয়।  দুর্ঘটনার পর রেলের তরফে কিছু হেল্প লাইন চালু করা হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে উদ্ধারের কাজ চালায়।ট্রেন দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিও তে দেখা যায় ট্রেনের কোন কামড়ায় আর আস্ত নেই। কিছু কামড়া গড়িয়ে পড়ে আছে রেললাইনের পাশের ট্রাকে। আবার কয়েকটি কামড়া বাঁকা ভাবে রয়েছে । ট্রেনলাইন উপড়ে গিয়েছে, ট্রেনের বগির নিচে থেকে চাকা ভেঙে পড়ে থাকতেও দেখা যায়।

কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। রেলের এক আধিকারিক জানান ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে। উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার পর রাতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন। তিনি আশ্বাস দিয়েছেন এই দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। সব বগি খতিয়ে দেখা হয়। বাকি যাত্রীদের একটি বিশেষ ট্রেনে তাদের গন্তব্যে পাঠানো হয়।

Free Access